।। প্রথম কলকাতা ।।
Subrata Saha Died: প্রয়াত রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মুর্শিদাবাদে সাগরদিঘির বিধায়ক ছিলেন তিনি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রের খবর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রাজ্যের এই মন্ত্রী। চিকিৎসার জন্য তাকে ভর্তি (Admit) করানো হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। এরপর আজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মন্ত্রীর এহেন আকষ্যিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। ২০১১ সালের সাগরদিঘী থেকে মুর্শিদাবাদ জেলার একমাত্র তৃণমূল বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুব্রত সাহা। তার মৃত্যুতে শোকের ছায়া জেলার রাজনৈতিক মহলে।
এক সময় মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন সুব্রত সাহা। তখন রাজ্য রাজনীতিতে কঠিন পরিস্থিতি ছিল। তার হাত ধরে সেখানে সংগঠন মজবুতর ভিতের উপর দাঁড়িয়েছিলেন। তিনি প্রথম তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হন। হঠাৎ সুব্রত সাহার মৃত্যুর মতো কঠিন বাস্তবকে মানতে পারছেন না তার পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে সম্প্রতি কলকাতায় সুব্রত সাহার গলব্লাডার অপারেশন হয়। বুধবার সকালেই সুস্থ হয়ে তিনি জেলায় ফিরেছিলেন। কিন্তু রাতে হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করা তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। মন্ত্রিসভায় তার এই সহকর্মীর আকষ্যিক ভিত্তিতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee) শোকবার্তায় লিখেছেন,’ সুব্রত বাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তার রাজনৈতিক এবং সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রায়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম