।। প্রথম কলকাতা ।।
International Mother Language Day: সারা বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day)। বিদেশের মাটিতে যে সকল বাংলার সন্তানরা রয়েছেন তাঁরাও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন। এই মতো পরিস্থিতিতে ভারতের পশ্চিমবঙ্গে (West Bengal) যেখানে সব থেকে বেশি বাঙালি সন্তানরা বসবাস করেন সেখানে একুশে ফেব্রুয়ারি নিয়ে কোন পরিকল্পনা থাকবে না এমনটা হওয়া সম্ভব নয়। এদিন সকালেই কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের তরফ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রভাত ফেরি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকেও মাতৃভাষা দিবস উদযাপন করা হয় কলকাতার দেশপ্রিয় পার্কে (Deshpriya Park)।
এদিক দেশপ্রিয় পার্কের ভাষা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন সহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপলক্ষ্য করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ বিধায়ক এবং বিশিষ্ট পদাধিকারী ব্যক্তিত্বরা। এছাড়াও উপস্থিত ছিলেন খ্যাতনামা বহু বাংলা সঙ্গীতশিল্পী (Singers)। বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেন এমন বহু ব্যক্তিত্বের উপস্থিতি এদিন লক্ষ্য করা যায় রাজ্য সরকারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে প্রথমেই মঞ্চে একটি সমবেত উদ্বোধনী সঙ্গীত গাওয়া হয়। আর তারপর মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তাঁর পাশে বসে থাকতে দেখা যায় কবি জয় গোস্বামী (Joy Goswami) সহ পরিচালক রাজ চক্রবর্তীকে। অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত শোনা যায় সুরজিৎ এর গলায়। এরপর রূপঙ্কর সহ আরও একাধিক সঙ্গীত শিল্পীরা নিজেদের সুরেলা কণ্ঠে ভাষা দিবসের অনুষ্ঠানকে সুমধুর করে তোলেন। এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের বিশেষ আকর্ষণীয় বিষয়টি ছিল মুখ্যমন্ত্রীর শাড়ি এবং অতিথিদের জন্য আনা উত্তরীয় গুলি। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি ঘোষণা করেন অতিথিদের অভ্যর্থনা জানাতে যে উত্তরীয় দেওয়া হয়েছে সেগুলি সবই মুখ্যমন্ত্রীর ডিজাইন করা। মমতা বন্দ্যোপাধ্যায় যে শাড়িটি পড়েছিলেন তাঁর সরু কালো পাড়ের উপরে সার লেখা ছিল ‘অ’। গোটা শাড়ির পার জুড়ে এই বর্ণের উপস্থিতি স্বাভাবিকভাবেই নজর কাড়ে উপস্থিত সকলের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম