।। প্রথম কলকাতা ।।
SLST Protest: ঝড়-জল-গরম থেকে শীত। আরও একবার গড়িয়ে এবার ১০০০ দিন। ধর্মতলার সেই ধর্নামঞ্চে মাথা মুড়িয়ে প্রতিবাদ করতে দেখা যায় এক মহিলা চাকরিপ্রার্থীকে। প্রতিবাদ জানাতে মাথা কামিয়ে নেড়া হলেন SLST ওই মহিলা চাকরিপ্রার্থী। শুধু তাই নয় কান্নায় ভেঙে পড়েন তিনি। আবেদন জানান, অবিলম্বে তাঁর মতো চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হোক অবিলম্বে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরি পাচ্ছেন না। অযোগ্যরা চাকরি করছেন। আর কী কী ভাবে প্রতিবাদ করলে আমরা চাকরি পাব! প্রশ্ন তোলেন ধর্নায় প্রতিবাদ জানানো চাকরিপ্রার্থীরা।
এরপরই এদিন আন্দোলনমঞ্চে হঠাৎই হাজির হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে দেখেই সেখানকার পরিবেশ অশান্ত হয়ে উঠে। ধর্নামঞ্চে গিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া দিয়ে জানান, ‘কারও কথায় আসিনি, মাথা কামানোর ছবি দেখে এসেছি। চাকরিপ্রার্থী চুল কেটে ফেলছেন, টেলিভিশনে দেখলাম, এ দৃশ্য দেখতে পারছি না’।
এদিন ধর্নায় যোগ দিয়ে কুণাল ঘোষ চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। তাঁদের বোঝানোর চেষ্টা করেন। সেই ধর্নার স্থান থেকেই তিনি ফোনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যোগাযোগ করেন। তাঁর সঙ্গে আন্দোলনকারীদের কথা বলানোর চেষ্টা করেন। তবে তাতেও নিজের দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা। এক আন্দোলনকারীর কথায়, “এভাবে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা চাকরির বিষয়ে তেমন নিশ্চিত হতে পারছি না। এখন আমাদের চাকরি দরকার, কথা বলে লাভ নেই।” জানা গিয়েছে, ১১ তারিখ চাকরিপ্রার্থীদের সাত জন দেখা করতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই প্রস্তাব কুণাল ঘোষের তরফে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত চাকরিপ্রার্থীদের তরফে কোনও দিন নির্দিষ্ট করা হয়নি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম