।। প্রথম কলকাতা ।।
Kriti-Prabhas: ‘আদিপুরুষ’ কো-স্টার প্রভাসের সঙ্গে গত কয়েক মাস ধরেই কৃতির প্রেমের গুঞ্জন তুঙ্গে। যদিও দুজনেই সেই গুজবকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। কী বলছেন এই জুটি?
এরই মধ্যে আরও খবর পাওয়া যায় মলদ্বীপে নাকি বাগদান করতে চলেছে এই জুটি। সেখানেই নাকি হবে আংটি বদল। আংটিবদলের খবর দিয়ে চর্চিত জুটিকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তাও জানান অনেকে। যদিও কৃতি ও প্রভাসের (Kriti-Prabhas) সম্পর্কের এই গুঞ্জন কতটা সত্যি, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছিল।
প্রভাস-কৃতির (Kriti-Prabhas) এনগেজমেন্টের খবরে যখন উত্তাল নেট মাধ্যম, তখনই সাফাই এল নায়কের টিমের তরফে। প্রভাসের টিম স্পষ্ট জানায়, ‘প্রভাস-কৃতি ভালো বন্ধু। বাগদানের খবরটি মোটেই সত্য নয়।’
আগামী কয়েক দিনের জন্য সব ছবির শুটিং বাতিল করলেন দক্ষিণী তারকা প্রভাস (Kriti-Prabhas)। খবর, গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন তিনি। সম্প্রতি এক দিন হাসপাতালেও নাকি ভর্তি করা হয়েছিল অভিনেতাকে। চিকিৎসকদের পরামর্শে আপাতত দিন কয়েক বিশ্রামেই থাকতে চান তিনি।
চলতি বছরে একাধিক ছবি প্রভাসের (Kriti-Prabhas) হাতে। মুক্তির অপেক্ষায় ‘আদিপুরুষ’। ‘সালার’ ছবির কাজ প্রায় শেষ করে ফেলেছেন। পাশাপাশি চলছে ‘প্রজেক্ট কে’ ছবির শুটিং। একসঙ্গে একাধিক ছবির শুটিংয়ের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা।
বাহুবলী খ্যাত প্রভাসের ঘনিষ্ঠরাও বলছেন যে, চারিদিকে প্রভাসের বাগদান (Kriti-Prabhas) ঘিরে যে খবর রটেছে, তা একেবারেই সঠিক নয়। এটা পুরোপুরি জল্পনা। এই খবরের কোনও সত্যতা নেই। তবে নেটিজেনরা বলছেন, যা রটে, তার কিছুটা তো বটে। এমন ঘটনা বি টাউনে দেখা যায় হামেশাই। এবারও হয়তো তাই হবে প্রভাস – কৃতির সঙ্গে, জোর জল্পনা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম