।। প্রথম কলকাতা।।
Kolkata-Cooch Behar Flight: একসময় কোচবিহার বিমানবন্দর থেকেও বিমান ওঠানামা করত। কিন্তু সময়ের সাথে সাথে সে বিমান পরিষেবা একেবারেই অনিয়মিত হয়ে যায়। পরবর্তীতে প্রায় বন্ধই হয়ে যায় পরিষেবা। তবে এবার দীর্ঘদিন সেই পরিষেবা বন্ধ থাকার পর পুনরায় আকাশ পথে যুক্ত হতে চলেছে কলকাতা থেকে কোচবিহার ( Kolkata To Cooch Behar) । এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। আর এই বিমান ( Flight) পরিষেবার সবথেকে আকর্ষণীয় বিষয় হল তার খরচ।
সূত্রের খবর অনুযায়ী, ব্যক্তি পিছু মাত্র ৯৯৯ টাকায় কোচবিহার থেকে কলকাতা এবং কলকাতা থেকে কোচবিহার যাওয়া আসা করতে পারবেন যাত্রীরা । আগামী ১৫ ফেব্রুয়ারি এই পরিষেবার চালু হতে চলেছে। যদি ওইদিন আবহাওয়ার কোন গন্ডগোল না থাকে তাহলে সুষ্ঠুভাবে পরিষেবা চালু করা যাবে। আর এই পরিষেবা চালু করবেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী। সাধারণ মানুষের কাছে বিমান পরিষেবা যাতে আকাশ ছোঁয়া না হয় তার জন্যই এই প্রকল্প । রাজনৈতিক বিতর্কের কারণে তাঁরা বিমান পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করতে চান না বলেই জানিয়েছেন।
জানা গিয়েছে , ১৫ তারিখ থেকে সকাল ১০.১০ মিনিটে প্রথম বিমান মিলবে, যা কলকাতা থেকে উড়ান শুরু করবে। সেটি কোচবিহারে এসে পৌঁছাবে দুপুর ১২.১০ মিনিটে। এরপর আবার দুপুর ১২ টা ৩০ মিনিটে সেই বিমানটি কোচবিহার ছাড়বে । দুপুর ২ টো ২৫ মিনিটে এসে উপস্থিত হবে দমদম বিমানবন্দরে । এই বিমানটি রুট হতে চলেছে ভুবনেশ্বর, জামশেদপুর , কলকাতা, কোচবিহার। যেহেতু কোচবিহারের রানওয়েতে বড় বিমান নামানো সম্ভব হবে না, সেই কারণে প্রাথমিকভাবে নাইন সিটার বিমান সেখানে পরিষেবা দেবে। আপাতত ৯৯৯ টাকায় প্রথম কয়েক মাস কলকাতা-কোচবিহার রুটে বিমান চলাচল করবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম