।। প্রথম কলকাতা ।।
Kolkata-Cochbehar Flight Delay: সর্বসাধারণের সুবিধার কথা ভেবে মাত্র ৯৯৯ টাকায় কলকাতা থেকে কোচবিহার (Kolkata to Cochbehar) যাওয়ার কেন্দ্র সরকারের যে বিমান পরিষেবা, তা আগামী ১৫ ফেব্রুয়ারি চালু হবে এমনটাই জানানো হয়েছিল। কিন্তু উড়ান শুরু করার আগেই তাতে বিপত্তি। পূর্ব নির্ধারিত সূচি মেনে শুরু হবে না কলকাতা থেকে কোচবিহার বিমান পরিষেবা। পিছিয়ে দেওয়া হয়েছে উদ্বোধনের তারিখ। স্বল্প মূল্যের এই বিমান পরিষেবা নিয়ে জনসাধারণের মধ্যে উৎসাহ ছিল অনেকটাই বেশি। কিন্তু তার উদ্বোধনের তারিখ পিছিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।
কেন পিছিয়ে গেল উদ্বোধন ?
আহমেদাবাদের বিমান সংস্থা ইন্ডিয়া ওয়ানের তরফ থেকে এই সংক্রান্ত যে তথ্য জানানো হয়েছে তাতে পরিকাঠামো সম্পন্ন না হওয়ার বিষয়টিকে তুলে ধরা হয়েছে। জানানো হয়েছে, কলকাতা থেকে কোচবিহার বিমান পরিষেবার পরিকাঠামো এখনও পর্যন্ত সঠিকভাবে তৈরি না হওয়ার কারণে দিন পিছিয়ে দিতে হয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি না হলেও ফেব্রুয়ারি (February) মাসেই উড়ান শুরু হবে। এমনটাই আশ্বাস দিয়েছেন কোচবিহার বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মনোজ সরকার।
কবে থেকে শুরু হবে উড়ান ?
মাত্র ৯৯৯ টাকায় ৯ আসন বিশিষ্ট বিমানে চড়ে কোচবিহার থেকে কলকাতা এবং কলকাতা থেকে কোচবিহার যাতায়াত করা অত্যন্ত সহজ হয়ে যাবে এমনটাই মনে করা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। জানিয়েছিলেন, কেন্দ্র সরকারের উড়ান স্কিমের আওতাভুক্ত হল এই বিমান পরিষেবা। যা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিকাঠামোগত ত্রুটির কারণে এটি পিছিয়ে ২১ ফেব্রুয়ারি করা হয়েছে। সম্ভবত ২১ ফেব্রুয়ারি থেকেই উড়ান শুরু করতে পারে এই বিমান।
মাত্র ৯৯৯ টাকার বিমান পরিষেবা
সকল শ্রেণীর বিমানযাত্রী বিশেষত মধ্যবিত্ত বিমান যাত্রীদের কথা মাথায় রেখে এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অল্প সময় এবং অল্প টাকায় কোচবিহার থেকে কলকাতা যাওয়ার জন্য বিমান পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছিল । তার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৯৯৯ টাকা। এটি জানিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। প্রতিদিন এই বিমান ১২.১৫ মিনিটে কোচবিহার বিমানবন্দরে পৌঁছাবে । আর তারপর ১২.৩০ মিনিটে কোচবিহার থেকে উড়ান শুরু করবে। কলকাতায় এসে পৌঁছাবে বাংলাদেশের উপর দিয়ে। এক সফরে একবারে ৯ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। কিন্তু স্বল্পমূল্যের এই বিমান পরিষেবার (Low Cost Flight Service) শুরু হওয়ার আগেই ছন্দপতন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম