।। প্রথম কলকাতা ।।
Virat Kohli: আগ্রাসন এখন অতীত! পাল্টে গিয়েছেন বিরাট কোহলি বিশ্বকাপের আগে, হঠাৎ হলটা কী কিং কোহলির? প্রতিপক্ষকে চাপে ফেলতে কী নয়া চাল! ক্রিকেট মাঠে তাঁর ব্যাটিংয়ের থেকেও বেশি চর্চা হয় তাঁর আগ্রাসন নিয়ে। দেশ হোক বা বিদেশ বিরাট কোহলির আগ্রাসন ও স্লেজিং থেকে বাদ যান না কোনও ক্রিকেটারই। ক্যারিয়ারের শুরু থেকেই বেশ আবেগপ্রবণ তিনি। রাগ, হতাশা, দুঃখ, আনন্দ, মাঠে সবেরই বহিঃপ্রকাশ দেখা যায়। কিন্তু সেই বিরাট কোহলি এখন অতীত। সকলেই এই নতুন কোহলিকে দেখে কিছুটা চমকে গিয়েছেন। রাফ অ্যান্ড টাফ কোহলি এখন অনেকটাই সংযত। অতীতের আগ্রাসী বিরাট এখন মাঠে নেমে গানের তালে কোমর দুলিয়ে থাকেন।
বিশ্বকাপের আগে এই পরিবর্তন নিয়ে বিরাট কোহলি জানালেন, তিনি পাল্টে গিয়েছেন। আর কোনও দিন তাঁকে মাথা গরম করতে দেখা যাবে না। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগে অনেক বার রেগে গিয়ে উচ্ছ্বাস করেছি। কিন্তু এখন সেগুলো সবই অতীত। আর ফিরে আসবে না। সেই সময়ে অনেকের কাছ থেকে অনেক উপদেশ পেয়েছি। অনেকেই বিভিন্ন কথা বলেছেন। কোথায় ভুল হচ্ছে সেটা ধরিয়ে দিয়েছেন। সব কিছু থেকেই শিক্ষা নিয়েছি।
বিরাট কোহলি কেরিয়ারে লম্বা সময় অফ ফর্মে কাটিয়েছেন। একটা সেঞ্চুরির জন্য তাঁকে ১০২০ দিন অপেক্ষা করতে হয়েছে। ২০১৯ সালের পর সেঞ্চুরি এসেছে ২০২২ সালের এশিয়া কাপে। ২০২২-এর এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করার পর থেকে কোহলি আর থামেননি। ওডিআই ক্রিকেটে করে ফেলেছেন ৪৭টি সেঞ্চুরি। সমস্ত ফরম্যাট মিলিয়ে করেছেন ৭৭টি সেঞ্চুরি করেছেন। এবং এটা এসেছে নিজের মধ্যে পরিবর্তন এনেই। আর সেটা বজায় রেখেই এগিয়ে যেতে চান কিং কোহলি।
অধিনায়ক হিসেবে বিশ্বজয়ের স্বপ্ন অধরাই থেকে গেছে, এবার খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিততে নামতে চলেছেন বিরাট কোহলি। ২০১১ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতলেও এবারের বিশ্বকাপটা বিরাটের কাছে গুরুত্বপূর্ণ। কারণ তিনি দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার। তাঁর উপর রয়েছে দলের অনেক বড় দায়িত্ব। ২০১৯ সালে তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হয়েছিল ভারতকে। এবার তিনি অধিনায়কত্ব ছেড়ে অনেকটা হাল্কা মনে খেলতে নামবেন। এটাই সম্ভবত একদিনের ক্রিকেট বিশ্বকাপে বিরাট কোহলির শেষ বিশ্বকাপ হতে চলেছে। এর চারবছর পর তিনি আর ক্রিকেটে নাও খেলতে পারেন। তাই বিরাট ভক্তরা চাইছেন নতুন রুপে বিশ্বকাপ রাঙিয়ে দিক কিং কোহলি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম