।। প্রথম কলকাতা ।।
Test Cricket: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াইয়ে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। মহারণের প্রথম দিনেই ব্যাকফুটে টিম ইন্ডিয়া। এককথায় বলা যায় , স্মিথ-হেডরা দায়িত্ব নিয়ে শামি-সিরাজদের ক্লাব স্তরের বোলারে পরিণত করলেন। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার দেশ হোক বা বিদেশের মাটি সব জায়গায় তাঁর দক্ষতা দেখিয়েছে। বরাবরই ভারতের কাছে ভয়ের কারণ তিনি। এককথায় বলা যায় তিনি সবেতে বরাবরই দক্ষ। এবার এই ব্যাটারির প্রস্গংসায় বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার কোন ব্যাটার তিনি ? আসলে এখানে আলোচনা করা হচ্ছে স্টিভ স্মিথকে নিয়ে। স্মিথের প্রশংসা করে কোহলি বলেন, আমার মতে, স্টিভ স্মিথ আমাদের প্রজন্মের অন্যতম সেটা টেস্ট প্লেয়ার। ও যেভাবে নিজেকে তৈরি করেছে তা অসাধারণ। সবাই জানে ও রেকর্ড, ৮৫-৯০টা টেস্টে ওর গড় ৬০, যা অপ্রত্যাশিত। রান করার যে ধারাবাহিকতা ও দেখিয়েছে তা আমি গত ১০ বছরে কোনও টেস্ট প্লেয়ারের ক্ষেত্রে দেখিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম