।। প্রথম কলকাতা ।।
KMC Notice: বর্তমান পরিস্থিতিতে রাজ্যজুড়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত কারও নজর এড়িয়ে যাচ্ছে না। বিশেষত শহর কলকাতার বুকে এই ডেঙ্গি (Dengue) ভয়াবহ আকার ধারণ করেছে। কলকাতা পুরসভা আগে থেকেই জমা আবর্জনা অবিলম্বে পরিষ্কার করার নির্দেশ দিয়ে এসেছে। তবে এবার আরও কড়া ভাবে কলকাতার প্রায় আট হাজার বাড়ির মালিককে নোটিশ পাঠাল কেএমসি। একই সঙ্গে ২১ জন বাড়ির মালিকের বিরুদ্ধে দায়ের করা হল মামলা।
আজ তক বাংলায় প্রকাশিত খবর অনুযায়ী, মহানগরীর আনাচে-কানাচে যে পরিত্যক্ত বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলিতে আবর্জনা এবং জল জমে ডেঙ্গির বাহক এডিস মশার (Aedes Mosquito) আঁতুড়ঘর তৈরি হয়েছে। যার কারণে কলকাতা পুরসভার তরফ থেকে সেই সমস্ত বাড়ির মালিকদের নোটিশ পাঠানো হয়েছিল। দ্রুত আবর্জনা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয় সেখানে। সেই সংখ্যাটা নেহাত কম নয়। প্রায় ৮০০০ জন সম্পত্তির মালিকের কাছে ওই নোটিশ পৌঁছে যায় । তারপরেও কলকাতা পুরসভার তরফ থেকে ২১ জন বাড়ির মালিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এই প্রসঙ্গে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এবং স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ জানিয়েছেন, যে ৮ হাজার জনকে তাদের বসতিস্থলে কিংবা অব্যবহৃত সম্পত্তিতে জমে থাকা আবর্জনা এবং জমা জল পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছিল, তাদের মধ্যে যারা ওই নির্দেশ অমান্য করেছেন পুরসভা শুধুমাত্র তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে । এবার এক্ষেত্রে তাদের জরিমানার অঙ্ক কতটা হবে সেই সিদ্ধান্ত পুরোপুরি আদালতের। এছাড়াও অতীন ঘোষ জানিয়েছেন, যাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল তাদের মধ্যে অনেকেই অতি দ্রুততার সঙ্গে পরিত্যক্ত বাড়ি কিংবা বসতবাড়ির আশে পাশে থাকা আবর্জনা পরিষ্কার করে নিয়েছেন। সেক্ষেত্রে কলকাতা পৌরসভা তাদের বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ গ্রহণ করেনি।
উল্লেখ্য, কলকাতার বিভিন্ন নির্মীয়মান ভবন, তালাবদ্ধ বহু কারখানা গুলিতে কোনরকম পরিচর্যা না হওয়ায় ডেঙ্গি ভাইরাসের বাহক এডিস ইজিপ্টি মশা তাদের প্রজনন স্থল খুঁজে পেয়েছে । এই কারণেই উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় সমানভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে দেখা যাচ্ছে মৃত্যু মিছিল। কলকাতা পুরসভার তরফ থেকে গত শনিবার দেওয়া বিবৃত্তি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাস থেকে ৬ই নভেম্বর পর্যন্ত শুধুমাত্র কলকাতা পুরসভার অন্তর্গত এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৬০৫২ জন । যা স্বাস্থ্যমহলে উদ্বেগ সৃষ্টি করার জন্য যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম