।। প্রথম কলকাতা ।।
শেষবার ২০১৪ সালে আইপিএল ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর? গত দশটা বছর স্রেফ ব্যর্থতা। আর সাফল্য পেতেই ঘরের ছেলের হাতেই গুরু দায়িত্ব তুলে দিয়েছে কেকেআর। কেকেআরের নতুন মেন্টর হয়েছেন গৌতম গম্ভীর। অধিনায়ক হিসেবে কেকেআরকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন তিনি। এবার মেন্টর হিসেবে ফের দলকে টেনে তোলার গুরু দায়িত্ব পেয়েছেন গম্ভীর। ২০২৪ আইপিএলের জন্য গম্ভীর যে নিজের মনের মতো করে দল সাজাবেন তা আর বলার অপেক্ষা রাখে না। আগামী ২৬ নভেম্বর দুবাইয়ে আয়োজিত মিনি নিলামে দল গোছানোর কাজটা শুরু করে দেবেন গৌতম গম্ভীর।
উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বরের মধ্যে সমস্ত ফ্রাঞ্চাইজিকে তাদের রিটেনশন লিস্ট জমা দিতে হবে। অর্থাৎ ফ্রাঞ্চাইজিগুলি কোন কোন ক্রিকেটারকে ধরে রাখছে তার একটা লিস্ট জমা দিতে হবে আইপিএল কমিটির কাছে। গম্ভীর মেন্টর হওয়ার পর সমর্থকদের মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান কী আদেও কেকেআর স্কোয়াডে জায়গা পাবেন। নাকি আসন্ন আইপিএলের আগে তাঁকে ছেড়ে দেবে কলকাতা নাইট রাইডার্স? ২০২৩ নিলামে সাকিব আল হাসানকে ১.৫ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল কেকেআর। তবে মনে করা হচ্ছে আপাতত বাংলাদেশ অধিনায়ককে ছাড়ছে না নাইট শিবির। তবে বাংলাদেশ অলরাউন্ডার আদেও দলে থাকবেন কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন কেকেআরের নয়া মেন্টর গৌতম গম্ভীর।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অধিনায়ককে নিয়ে বিতর্কের অন্ত নেই। বিশ্বকাপের মঞ্চে টাইমড আউট-এর আবেদন করে যথেষ্ট সমালোচনার শিকার হয়েছেন। শুধু তাই নয় গতবার আইপিএলে খেলবেন বলেও শেষপর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে খেলতে আসেননি সাকিব। যা নিয়ে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল ক্ষোভ। যার কারণে আসন্ন আইপিএলে নাইট শিবিরে তাঁকে রাখা হবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে সমর্থকদের মধ্যে। যদিও অনেকেই মনে করছেন গৌতম গম্ভীর সাকিব রাখার জন্য টিম ম্যানেজমেন্টের কাছে আবেদন করবেন। গৌতম গম্ভীর ও সাকিব আল হাসানের সম্পর্ক অনেকদিনের। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত এক দলের হয়ে আইপিএল টুর্নামেন্ট খেলেছেন। গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআরে ২ বার আইপিএল খেতাবও জয় করেছেন সাকিব আল হাসান। এছাড়াও তিনি ব্যাট ও বল হাতে বিপক্ষকে চাপে ফেলতে কেকেআরের বড় অস্ত্র। এখন দেখার আসন্ন আইপিএলের লক্ষ্যে কেকেআর সাকিবকে ধরে রাখে কিনা?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম