।। প্রথম কলকাতা ।।
মঙ্গলবার প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন রাশিয়ান কারেন খাচানভ। সেবাস্তিয়ান কোর্দা ৭-৬(৫), ৬-৩, ৩-০ পিছিয়ে থাকা অবস্থায় অবসর নেওয়ার পরে শেষ চারের পথ পাকা হয় রাশিয়ান তারকার। কব্জির চোটের জন্য ২৯তম বাছাই কোর্দা অবসর নেওয়ার আগে তৃতীয় সেটের শুরুতে সার্ভ ছেড়ে দেন। শেষ চারে কারেন খাচানভ স্টেফানোস সিতসিপাস বা জিরি লেহেকার মুখোমুখি হবেন।
সেবাস্তিয়ান কোর্দা ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন এবং দুইবারের অস্ট্রেলিয়ান ওপেনের রানার্সআপ ড্যানিল মেদভেদেভকে তৃতীয় রাউন্ডে ছিটকে দিয়েছিলেন। কোর্দার বাবা পেত্র কোর্দা ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। ছোট কোর্দা এই বছর অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো তিনজন আমেরিকান পুরুষের একজন ছিলেন, যা ২০০০ সালের পর দেশের পক্ষে সবচেয়ে বেশি। বুধবার দুই মার্কিন তারকা বেন শেলটন এবং টমি পল মুখোমুখি হবেন। তাই একটি সেমিফাইনালের পথ পাকা।
All respect between these guys 🤝@karenkhachanov • Sebastian Korda • #AusOpen • #AO2023 pic.twitter.com/7q3q3qI7ye
— #AusOpen (@AustralianOpen) January 24, 2023
অন্যদিকে মহিলাদের এককে প্রথম সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন এলেনা রাইবাকিনা। মেলবোর্ন পার্কে বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন ২০১৭ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন জেলেনা ওস্তাপেঙ্কোকে ৬-২, ৬-৪ গেমে পরাজিত করে শেষ চারে উঠেছেন।