।। প্ৰথম কলকাতা ।।
Madan Mitra Health Update: শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় উডবার্ন বিভাগ থেকে সিসিইউতে স্থানান্তর করা হল বিধায়ক মদন মিত্রকে। বৃহস্পতিবার রাতে দেহে অক্সিজেনের মাত্রা কমে যায়, সংজ্ঞাহীন হয়ে পড়েন বিধায়ক। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় সিসিইউতে। বর্তমানে বিধায়কের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ২৪ ঘণ্টা বিধায়ককে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের।
প্রসঙ্গত, গত সোমবার রাতে এসএসকেএমে ভর্তি হন মদন মিত্র। উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে ভর্তি করানো হয় মদনকে। শ্বাসকষ্টের সমস্যা জনিত কারনে তিনি ভর্তি হয়েছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল। ভর্তির পরের দিন অর্থাৎ মঙ্গলবার শারীরিক পরীক্ষার পর জানা যায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় বাঙ্গুর ইনস্টিটউট অফ নিউরোলজিতে। সেখানে পরীক্ষার পর ফের এসএসকেএমে ফিরিয়ে আনা হয় মদনকে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মাঝরাতে আচমকাই কামারহাটির তৃণমূল বিধায়ক বুকে ব্যথা ও তীব্র শ্বাসকষ্ট অনুভব করেন। চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে সিসিইউতে স্থানান্তরিত করে।
চিকিৎসকদের তরফ থেকে জানা গেছে, বেশি সময় এসি পরিবেশে থাকা থেকে এই অসুস্থতা তৈরি হয়েছে। আবার শুরুতে শরীর খারাপ হলে তাতে গুরুত্ব না দেওয়ায় এখন সেটা বাড়াবাড়ির পর্যায়ে গিয়েছে। এখন চিকিৎসকদের পর্যবেক্ষনে রয়েছেন কামারহাটি বিধায়ক মদন মিত্র।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম