।। প্রথম কলকাতা ।।
Parliament: রেকর্ড সংখ্যক সাংসদকে বিশৃঙ্খল আচরণের দায়ে সাসপেন্ড করা হয়েছে সংসদ থেকে। যা এক নজিরবিহীন ঘটনা বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয় আজও নতুন করে লোকসভার আরও ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। সংসদের বাইরে গান্ধীমূর্তির কাছে সাসপেন্ড হওয়া সাংদরা ধর্না দিচ্ছিলেন। অভিযোগ সেখানেই রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নকল করে দেখান তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যা দেখে কার্যত হেসে লুটোপুটি খেতে থাকেন বিভিন্ন দলের সাংসদেরা। দেখা যায় পকেট থেকে মোবাইল ফোন বার করে কল্যাণের ভিডিয়ো তুলতে থাকেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ।
এই ভিডিয়ো খোদ জগদীপ ধনখড়ের নজরে গিয়েছে। এরপরই রাজ্যসভার অন্দরে এই ঘটনার কড়া সমালোচনা করেন তিনি। এই ঘটনার পর রাজ্যসভায় উপস্থিত বিরোধী সাংসদদের উদ্দেশে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, “নীচে নামার একটা সীমা থাকে। এক দলের সদস্য রাজ্যসভার চেয়ারম্যানের নকল করছেন। অন্য এক দলের এক সিনিয়র সদস্য তার ভিডিয়ো রেকর্ড করছেন। এটা অত্যন্ত হাস্যকর, অত্যন্ত লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য।”
আজ যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ধনখড়কে নকল করছিলেন তখন সিঁড়ির ধাপে বসেছিলেন সাংসদেরা। তাতে ডিএমকে, আরজেডি, সিপিএম, তৃণমূল ‘ইন্ডিয়া’ভুক্ত সব দলের সাংসদেরাই ছিলেন। এই ঘটনা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সমালোচনা করতে শুরু করেছে গেরুয়া শিবিরও।
#WATCH | TMC MP Kalyan Banerjee mimics Rajya Sabha Chairman Jagdeep Dhankhar in Parliament premises pic.twitter.com/naabLIzibY
— ANI (@ANI) December 19, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম