।। প্রথম কলকাতা ।।
Karan Johar: বলিউডের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব তিনি। এক ডাকে সবাই তাঁকে চেনে। শাহরুখ (Shah Rukh Khan), প্রীতি জিন্টার মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল ১৩’-র (Indian Idol 13) মঞ্চে নিজের পুরনো কাজ মনে করে আবেগঘন হয়েছেন করণ জোহর (Karan Johar)। বাবার সঙ্গে শেষ কাজের কথা মনে করেছেন তিনি। ১৯ বছর আগের কথা, ২০০৩-এ নিখিল আদবাণীর পরিচালনায় ‘কাল হো না হো’ (Kal Ho Na Ho) মুক্তি পেয়েছিল। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, প্রীতি জিন্টা ও সইফ আলি খান। প্রযোজক ছিলেন যশ জোহর। গানের জনপ্রিয় রিয়ালিটি শো’র মঞ্চে একজন প্রতিযোগীর গলায় ‘কাল হো না হো’ গানটি শুনে করণ বলে ওঠেন, এই গানের সঙ্গে তাঁর বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। কোন স্মৃতির কথা বলেছেন তিনি?
টেলিভিশনে গানের জনপ্রিয় রিয়ালিটি শো’গুলির মধ্যে একটি ‘ইন্ডিয়ান আইডল’। তারই মঞ্চে উপস্থিত হয়ে করণ বলেন, যে সময় ‘কাল হো না হো’র টাইটেল ট্র্যাকের রেকর্ডিং হয়, তখন তাঁর বাবা যশ জোহর হাসপাতালে ভর্তি। আর গানের এই কথাটাই তাঁর জীবনের বাস্তব হয়ে উঠেছিল। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ২০০৪-এ মৃত্যু হয় যশ জোহরের। সোশ্যাল মিডিয়ায় ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে কাটানো মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
রিয়ালিটির মঞ্চে বাবাকে মনে করার আগে ২০২২-এর ২৭ নভেম্বর ‘কাল হো না হো’র ১৯ বছর পূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু অদেখা ছবি শেয়ার করেছিলেন করণ। ছবিগুলির সঙ্গে লিখেছিলেন, ‘গোটা জীবনে এটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি। এই সিনেমা আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক আনন্দ দিয়েছে, গল্প বলার জন্য একটা ভিন্ন লেন্স দিয়েছে। আর অবশ্যই এই সেই ছবি যাতে বাবার সঙ্গে শেষ ফিল্ম সেটে থাকতে পেরেছি। আর তাই এই ছবির প্রতি আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব’। দীর্ঘ ৭ বছর পর ছবি বানাচ্ছেন করণ। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে রণবীর সিং ও আলিয়াকে নিয়ে আসছেন পরিচালক।
View this post on Instagram
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম