।। প্রথম কলকাতা ।।
Handicrafts Of WB: রাজের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষুদ্র ও কুটির শিল্পের উপর জোর দেন। মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে একাধিক প্রকল্পের সূচনা করতে থাকেন। এবার বদ্ধ জলাশয়ে পড়ে থাকা কচুরিপানা (Water Hyacinths) থেকেও কর্মসংস্থানের দিশা দেখালো রাজ্য। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসে কচুরিপানা থেকে হস্তশিল্প প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উদ্বোধন করলেও এর মূল ভাবনায় রয়েছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)।
জলাশয়ে একেবারেই অনাদরে দিনের পর দিন পড়ে থাকে কচুরিপানা। সেই কচুরিপানা দিয়ে যে আদৌ কোন ক্ষুদ্র – কুটির শিল্প তৈরি করা যায় সে বিষয়ে পূর্বে কখনই চিন্তা ভাবনা করা হয়নি। কিন্তু এই ভাবনা প্রকাশ করেছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। তারপর ভিন্ন জনের ভিন্ন মত সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে সম্মতি জানান। অবশেষে কচুরিপানার মাধ্যমে হস্তশিল্পের কাজের মধ্য দিয়ে রাজ্যের কয়েক হাজার মহিলাকে স্বনির্ভর করে তোলা যাবে, এমনটাই জানানো হয়েছে। সরকারিভাবে এই প্রকল্প গতকাল উদ্বোধন করা হলেও পরীক্ষামূলক ভাবে অনেক আগে থেকেই এর কাজ শুরু হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন স্বপন দেবনাথ।
বর্তমানে পূর্বস্থলী ১ নম্বর ব্লকে কচুরিপানার মাধ্যমে হস্তশিল্পের প্রকল্প শুরু করা হচ্ছে মাত্র কুড়িজন মহিলাকে সঙ্গে নিয়ে। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৬ লক্ষ টাকা। খাল বিল ওয়েলফেয়ার সোসাইটি ও স্থানীয় যুবক রাজু বাগের যৌথ উদ্যোগে বড় কোবলা এলাকার বাসিন্দা ওই মহিলাদেরকে কচুরিপানার মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করার কাজ শেখানো হবে। এইসব কচুরিপানা পুকুর, খাল এবং অন্যান্য জলাশয় থেকে সংগ্রহ করে নিয়ে আসার পর তা শুকিয়ে সেটা দিয়ে ফুলদানি ফুল বা ফল রাখার ঝুড়ি, প্লেট রাখার সামগ্রী সহ ঘর সাজানোর বিভিন্ন জিনিস তৈরি করা যায়। পূর্বেও তৈরি করা হয়েছে। কাজেই কচুরিপনা ব্যবহার করে হস্তশিল্পকে প্রাধান্য দিতে এবং রাজ্যের মহিলাদের জন্য কর্মসংস্থান তৈরি করার উদ্যোগ নিয়েই এই প্রশিক্ষণের ব্যবস্থা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম