।। প্রথম কলকাতা ।।
Sealdah Station: এবার আধুনিকতার ছোঁয়া পাবে শিয়ালদহ স্টেশন। বাংলা ও বাঙালির আবেগ শিয়ালদহ স্টেশন বাঙালির স্মৃতিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে শিয়ালদহ স্টেশন। শিয়ালদহ স্টেশন মানে যেকোনো বাঙালি চোখ বুঝলে দেখতে পায় ভিড় মনোহারি জিনিসের দোকান ঘনঘন ট্রেনে যাতায়াত। এবার আরো আধুনিক হওয়ার অপেক্ষা। এই স্টেশন অমৃতের ছোঁয়া পাচ্ছে। ১৬১ বছরের পুরনো স্টেশনের মেক ওভার হবে।
বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে ট্রেনের যাত্রীসংখ্যা। এমতাবস্থায়, যাত্রীদের সুবিধার্থে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সরকারের তরফে। জানা গিয়েছে, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে শিয়ালদহ সহ রাজ্যের ২৮ টি রেল স্টেশনের ভোল রীতিমতো পাল্টে যাচ্ছে। মূলত, যাত্রীদের স্বাচ্ছন্দের দিকটি মাথায় রেখে ধাপে ধাপে এই রেলস্টেশনগুলিতে পরিকাঠামোগত উন্নতিতে জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রকল্পে বাংলার মোট ৯৫ টি রেল স্টেশন স্থান পেয়েছে। যেখানে ফুড কোর্ট থেকে শুরু করে শপিং মল এবং বাচ্চাদের খেলাধূলার জায়গায় পাশাপাশি নির্মাণ করা হবে রুফ প্লাজাও।
এমতাবস্থায়, এই প্রকল্পে প্রথমে পূর্ব রেলের অধীনে থাকা ২৮ টি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে আসানসোল ডিভিশনের ৫ টি স্টেশন ছাড়াও হাওড়া ডিভিশনের ৯ টি স্টেশন, মালদহ ডিভিশনের ৭ টি এবং শিয়ালদহ ডিভিশনের ৭ টি স্টেশন রয়েছে। রাজ্যের গুরুত্বপূর্ণ এবং অন্যতম ব্যস্ততম রেলস্টেশন শিয়ালদহের ভোলও এবার পাল্টে যেতে চলেছে। শুধু তাই নয়, স্টেশনটিকে ঢেলে সাজানোর পর সেটি কেমন দেখতে হবে সেই বিষয়ে কিছু ছবিও সামনে এসেছে।
যেগুলি দেখার পর রীতিমতো অবাক হয়ে গিয়েছেন প্রত্যেকেই। এই প্রকল্পের মাধ্যমে স্টেশনের প্রবেশপথ থেকে শুরু করে প্ল্যাটফর্ম, শৌচাগার ও বিশ্রামকক্ষ সব কিছুতেই বদলের ছোঁয়া লাগবে। জানা গিয়েছে এই কাজের জন্য মোট বরাদ্দ হয়েছে ২৭ কোটি টাকা। প্রতি ঘন্টায় অতিরিক্ত ৫০ হাজার যাত্রীর চাপ নিতে হতে পারে ১৬১ বছর বয়সের শিয়ালদা স্টেশন কে। সেটা মাথায় রেখেই দ্রুত শিয়ালদা স্টেশন সাজাতে চায় রেল। দূরপাল্লার ট্রেনের জন্য শিয়ালদা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। বাঙালির প্রিয় ট্রেন দার্জিলিং মেল ছাড়ে শিয়ালদহ থেকেই। আবার দিল্লি যাওয়ার রাজধানী ও ছাড়ে স্টেশন থেকে। সেই সকলের প্রিয় শিয়ালদহ স্টেশনে এবার বদলে যেতে চলেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম