।। প্রথম কলকাতা ।।
Kar Kache Koi Moner Kotha: একরাশ আশা জাগিয়ে শুরু হয়েছিল কার কাছে কই মনের কথা। কিন্তু শুরুতেই বিতর্কের মুখে এই মেগা সিরিয়াল। জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের ফুলশয্যা বিতর্ক যেন কিছুতেই থামছে না। ফুলশয্যার খাটে মা-ছেলের শোওয়া নিয়ে চর্চা-আলোচনা হয়েই যাচ্ছে সমাজমাধ্যমে। শিমূলের শাশুড়ি ছেলে বৌমার ফুলশয্যা নষ্ট করার জন্য যা করেছেন তা মেনে নিতে পারছেন না অনেকেই। অবশেষে এই বিতর্কে মুখ খুললেন মানালি দের অনস্ক্রিন শাশুড়ি তথা অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী।
‘কার কাছে কই মনের কথা’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, শিমূল-পরাগের ফুলশয্যার রাতে দরজার কড়া নাড়ছে শাশুড়ি মা। হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। সেই কারণে ছেলের কাছে ছুটে আসেন শিমূলের শাশুড়ি। সিরিয়ালে দেখানো হয়, সেই রাতে ছেলের সঙ্গেই শুয়ে পড়েছেন তিনি। ফুল দিয়ে সাজানো ফুলশয্যার খাটে শুয়ে রয়েছে পরাগ এবং পরাগের মা। অপরদিকে যার ফুলশয্যা অর্থাৎ শিমূল শুয়েছে সোফার ওপর। আর দৃশ্য সম্প্রচারিত হওয়ার পরেই শুরু হয়েছে বিতর্ক। একেক জন নেটাগরিক একেক রকম কমেন্ট করছেন। ২০২৩ সালে দাঁড়িয়েও সিরিয়ালে এসব দৃশ্য দেখানো হচ্ছে দেখে চটে গিয়েছেন অনেকেই। ্ফুলশয্যার খাটে মা-ছেলের শোওয়ার দৃশ্য দেখে একজন নেটিজেন কমেন্ট করেছেন, ‘এসব নোংরামি বন্ধ হওয়া দরকার’।
বিতর্কের বিষয়ে মুখ খুলেছেন মানালির অনস্ক্রিন শাশুড়ি অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী। এক সংবাদমাধ্যমে কাছে রীতা দেবী বলেন, ‘প্রথমে সমাজমাধ্যমে কী লেখা হচ্ছে সেটা আমি জানি না। কারণ আমি নিজে ফেসবুক বা ইনস্টাগ্রামে একেবারেই সক্রিয় নই। সিরিয়ালে যা দেখানো হয়েছে, সেটার জন্য শহুরে পরিবার অথবা মায়েরা হয়তো মিল পাবেন না। তবে লেখক কিছু একটা ভেবেই এমন দৃশ্য লিখেছেন’। তিনি আরও‘যারা ছেলের সঙ্গে মায়ের ফুলশয্যার মতো কটূক্তি করছেন সেই বিষয়ে আমি বলবো এটা সম্পূর্ণ বিকৃত মানসিকতার প্রতিফলন। আমার ছেলেও বাইরে থেকে কলকাতায় ফিরলে আমরা একসঙ্গে শুই’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম