।। প্রথম কলকাতা ।।
Bharat Gaurav Train: কলকাতা (Kolkata) থেকে সরাসরি পূর্ব ভারতে যাওয়া আরও সহজ হবে। খুব দ্রুত চালু হতে চলেছে কলকাতা থেকে পূর্ব ভারতে যাওয়ার প্রথম ভারত গৌরব ট্রেন (Bharat Gaurav Train)। ট্রেনটি ছাড়বে কলকাতা স্টেশন থেকে। এটি মূলত ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। এই একটা ট্রেনে করে আপনি পাঁচটি জ্যোতির্লিঙ্গ সফর করতে পারবেন। সেই তালিকায় রয়েছে ওমকারেশ্বর, মহাকালেশ্বর, সোমনাথ, নাগেশ্বর এবং ত্রাম্বকেশ্বর।
এই ট্রেনে যাত্রা করতে গেলে আইআরসিটিসির (IRCTC) নিয়ম অনুযায়ী, স্লিপারের ক্ষেত্রে খরচ হবে ২০,০৬৯টাকা। থ্রিএসি (3AC) নিতে গেলে খরচ হবে ৩১,৮০০ টাকা। টুএসির (2AC) জন্য খরচ হবে ৪১,৬০০ টাকা। যেহেতু এটি তীর্থযাত্রার জন্য, এখানে সমস্ত রকম নিরামিষ খাবার পাবেন। আরেকটি সুবিধা, এই খরচের মধ্যেই প্রতিটি জ্যোতির্লিঙ্গ যাওয়ার জন্য সড়ক পথের খরচ, হোটেল খরচ, খাবার খরচ ধরে নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এই প্যাকেজকে ভাগ করার ভাগ করা হয়েছে তিনটি ভাগে। যেখানে ইকোনোমি বা ক্লিপার ক্লাসে রয়েছে ৩১৫ টি সিট। স্ট্যান্ডার্ড বা থ্রিএসিতে রয়েছে ২৯৭ টি সিট। এছাড়াও কমফোর্ট বা টুএসিতে রয়েছে ৪৪টি সিট। সফর সম্পন্ন করতে ট্রেনটি সময় নেবে মোট ১১ রাত এবং ১২ দিন।
কিছুদিন আগেই কলকাতার হাওড়া স্টেশন থেকে পূর্ব ভারতে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের জয়যাত্রা শুরু হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ভারত গৌরব ট্রেন। পূর্ব ভারতের প্রথম ভারত গৌরব ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি কলকাতা থেকে পাঁচটি জ্যোতির্লিঙ্গ পরিদর্শনের জন্য যাত্রা শুরু করবে মে মাসের ২০ তারিখে। গোটা দেশের নিরিখে এই ট্রেন সপ্তম ভারত গৌরব ট্রেন। ট্রেনটি ভারতের অন্যতম পাঁচটি প্রধান শৈবতীর্থ ক্ষেত্রের পাশাপাশি পাশাপাশি স্ট্যাচু অফ ইউনিটি, শিরিডির সাঁই বাবার মন্দির এবং শনি সিঙ্গাপুর হয়ে কলকাতায় ফিরে আসবে। এই পর্যটন পরিকল্পনা করা হয়েছে মূলত ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ এবং ‘দেখো আপনা দেশ ‘ প্রকল্পের অধীনে। ভ্রমণ খরচের ক্ষেত্রে যাত্রীদের প্রায় ৩৩ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম