।। প্রথম কলকাতা ।।
Joka- Taratala Metro: জোকা থেকে তারাতলা (Joka to Taratala) পর্যন্ত এই মেট্রো রুটে কবে থেকে মেট্রো পরিষেবা (Metro Service) চালু হবে তা জানতে উদগ্রীব হয়েছিলেন জনসাধারণ। এবার এই রুটের মেট্রো উদ্বোধন করার দিন প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে ৩০ ডিসেম্বর গঙ্গা পরিষদের বৈঠকে এসে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর তিনি এই জোকা তারাতলা মেট্রোর শুভ উদ্বোধন করবেন। এই উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । ৩০ ডিসেম্বর এই মেট্রো প্রকল্পের উদ্বোধন হলেও যাত্রী পরিষেবা শুরু হচ্ছে না এখনই।
মেট্রোরেলের জেনারেল ম্যানেজার তরুণ অরোরার উপস্থিতিতে জোকা- তারাতলা মেট্রোর ট্রায়াল রান সম্পূর্ণ হয় । সূত্রের খবর অনুযায়ী আগামী ২ জানুয়ারি থেকে জোকা তারাতলা মেট্রো রুটে যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে। ৩০ ডিসেম্বর সকাল সাড়ে দশটা নাগাদ এই জোকা মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যদিও সশরীরে নয় বরং ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই উদ্বোধন সারবেন তিনি। জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো রুটটিতে পরিষেবা পেতে দীর্ঘ ১২ বছর অপেক্ষা করেছেন বেহালাবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই সময় রেলমন্ত্রী ছিলেন তখন এই রুটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল । অবশেষে এবার সেখানে চাকা গড়াবে মেট্রোর।
জোকা থেকে তারাতলা পর্যন্ত মোট ছয়টি স্টেশন রয়েছে। আর এই রুটটি হল ওয়ান ট্রেন সিস্টেম (One Train System) অর্থাৎ জোকা থেকে একটি মেট্রো ছেড়ে তারাতলায় গিয়ে দাঁড়াবে। আর সেখান থেকে ফের জোকার উদ্দেশ্যে ওই মেট্রোটি ঘুরে আসবে। তাই কোন যাত্রীর যদি একটি স্টেশন থেকে মেট্রো মিস হয়ে যায় তাহলে তাকে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করতে হবে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে সিগন্যালিংয়ের কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে দুই দিক থেকে একসঙ্গে মেট্রো পরিষেবা চালু করা সম্ভব হবে। জোকা থেকে তারাতলা যেতে স্বাভাবিক গতিতে মেট্রোর সময় লাগবে ১৮ থেকে ১৯ মিনিট । ভাড়া সর্বোচ্চ ২০ টাকা এবং সর্বনিম্ন ৫ টাকা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম