।। প্রথম কলকাতা ।।
৩ ফেব্রুয়ারি শুক্রবার আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন যোগিন্দর শর্মা। ২০০৭ সালে টি-বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণের ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচে শেষ ওভারে ১৩ রান রক্ষা করে ভারতকে জয় এনে দিয়েছিলেন যোগিন্দর শর্মা। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ২১ বছরের দীর্ঘ যাত্রায় পর্দা নামিয়ে আনলেন তিনি।
২০০১-০২ মরসুমে অভিষেক হওয়ার পর সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত যোগিন্দর লিজেন্ডস লীগ ক্রিকেটে খেলেছিলেন। তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসে এমএস ধোনির নেতৃত্বে খেলেছেন। চেন্নাইয়ের হয়ে ১৬ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন যোগিন্দর শর্মা। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার হরিয়ানা পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। কোভিড -১৯ মহামারী চলাকালীন কাজের জন্য তাকে প্রশংসিত করা হয়েছিল।
যোগিন্দর শর্মা ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে ৪টি ওডিআই এবং বেশ কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। ঘটনাক্রমে, এই মিডিয়াম পেসার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর ভারতের হয়ে আর একটি ম্যাচও খেলেননি। তৎকালীন ভারত অধিনায়ক এমএস ধোনি হরিয়ানার মিডিয়াম পেসারকে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে শেষ ওভারে বল দিয়ে বাজিমাত করেছিলেন।