।। প্রথম কলকাতা ।।
Assistant Superintendent Recruitment: রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে ফের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে রাজ্য স্বাস্থ্য দফতরের নন মেডিকেল পদে কর্মী নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ হবে সম্পূর্ণ ইন্টারভিউ, অভিজ্ঞতা এবং একাডেমিক স্কোরের ভিত্তিতে । কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্য স্বাস্থ্য দফতরের নন মেডিকেল বিভাগে নিয়োগের জন্য কীভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন , কোন পদে নিয়োগ করা হবে , বেতন কত হবে এই সংক্রান্ত তথ্যগুলি দেওয়া হল প্রতিবেদনে।
পদ: অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট
বয়স সীমা : ০১.১২.২০২২ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ৩৬ বছরের কম।
বেতন: নির্দিষ্ট পদে নিযুক্ত ওই কর্মীকে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৯,০০০ টাকা থেকে শুরু করে ৪০,৫০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা :
- আবেদনকারীকে রাজ্যের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে।
- আবেদনকারীকে পোস্ট গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে হবে রাজ্যের যে কোন স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান থেকে। অবশ্যই সেক্ষেত্রে বিষয় থাকতে হবে হসপিটাল এডমিনিস্ট্রেশন বা হসপিটাল ম্যানেজমেন্ট।
শূন্যপদ : মোট ২১টি শূন্য পদ রয়েছে
আবেদনের শেষ তারিখ : ২৩.১২.২০২২
আবেদন ফি : রাজ্য স্বাস্থ্য দফতরের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট পদের নিয়োগের জন্য আবেদনকারীকে অনলাইনে আবেদন পত্র জমা দিতে হবে। একই সঙ্গে জমা দিতে হবে ২০০ টাকা আবেদন ফ্রি। তবে এসসি এবং এসটি শ্রেণির ভুক্ত আবেদনকারীদের কোনরকম আবেদন ফি জমা দেওয়ার প্রয়োজন নেই।
আবেদন প্রক্রিয়া :
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করার পর নিজের নাম এবং ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার পর একটি আইডি পাসওয়ার্ড পাওয়া যাবে যা দিয়ে লগইন করতে হবে মেইন পেজে।
- সেখানে আবেদনকারীকে নাম ঠিকানাসহ অন্যান্য তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে । আর তারপর কাস্ট অনুযায়ী নির্দিষ্ট আবেদন ফি দিয়ে আবেদন পত্রটি জমা দিতে হবে।
রাজ্যস্বাস্থ্য দফতরে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট www.wbhrb.in ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম