।। প্রথম কলকাতা ।।
Bengal Sub Area Recruitment: পশ্চিমবঙ্গে ফের চাকরির সুযোগ। বিজ্ঞপ্তি প্রকাশ করা হল বেঙ্গল সাব এরিয়ার তরফ থেকে। বিজ্ঞপ্তি অনুসারে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগটি মূলত করা হবে ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারে। আগ্রহী চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাশ হয় তাহলেই তাঁরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
বেঙ্গল সাব এরিয়ার গ্রুপ সি মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য কতগুলি শূন্য পদ রয়েছে, আবেদনের জন্য কী কী প্রয়োজন, বেতন কত ,কী ভাবে আবেদন করা যাবে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য রইল প্রতিবেদনে।
পদ: গ্রুপ সি মাল্টি টাস্কিং স্টাফ
বেতন : মাসিক বেতন ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা
আবেদনকারীর বয়স সীমা: উক্ত পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুসারে এসসি, এসটি শ্রেণীভুক্ত চাকরিপ্রার্থীরা পাঁচ বছরের ছাড় পাবেন এবং ওবিসি শ্রেণীর চাকরিপ্রার্থীরা তিন বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীকে । এছাড়াও এই কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ : নয়টি
কী ভাবে আবেদন করবেন ?
১) https://indianarmy.nic.in/ এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিলআপ করতে হবে
২) অফিসিয়াল নোটিসের সঙ্গেই রয়েছে আবেদন পত্রটি। অফিসিয়াল নোটিসের তিন নম্বর পাতায় থাকা আবেদন পত্রটিকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। আর তারপর সেটিকে একটি A4 সাইজ পেজে প্রিন্ট করে নিতে হবে।
৩) প্রিন্ট করা আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এছাড়াও যে যে ডকুমেন্টস প্রয়োজন তার জেরক্স জুড়ে দিতে হবে ।
৪) আবেদনপত্র সহ নথির জেরক্স একটি খামে ঢুকিয়ে পাঠাতে হবে। খামের উপরে অবশ্যই লিখবেন APPLICATION FOR THE POST OF….., CATEGORY…
৫) তারপর সেটি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানায়।
হেডকোয়ার্টার বেঙ্গল সাব এরিয়া, ২৪৬ এজেসি বোস রোড ,আলিপুর, কলকাতা-৭০০০২৭
৬) লিখিত পরীক্ষা কিংবা স্কিল টেস্টের মাধ্যমে উক্ত পদের জন্য কর্মী বাছাই করা হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম