।। প্রথম কলকাতা ।।
বাজার শেষ জিও, এয়ারটেলের। এবার ভারতে আসছে স্টারলিঙ্ক। সস্তায় দ্রুত গতির ইন্টারনেট দেবেন এলন মাস্কের এই সংস্হা। যেসব এলাকায় এখনও নেট মেলে না, সেখানেও মিলবে হাইস্পিড পরিষেবা। এছাড়াও মিলবে বাড়তি কোন কোন সুবিধা? কবে ভারতে পা দিচ্ছে তারা? পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে উপভোক্তাদের মধ্যে। অনেক এলাকাতেই সন্ধের পর নেট স্লো হয়ে যায়। অভিযোগ জানালেও স্পিড বাড়ে না বলে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। প্রতিযোগিতা বাড়লে পরিষেবা উন্নত করতে বাধ্য হবে সংস্হাগুলি, এমনটাই মনে করছেন অনেকে।
ভারতে লঞ্চ হতে চলেছে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্কের। বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্কের সংস্থা স্পেস এক্স। তারা কেন্দ্রের কাছে ভারতে এই সার্ভিস লঞ্চের অনুমতি চেয়ে আবেদন করেছে। তৃতীয় কোম্পানি হিসাবে ভারতে স্যাটেলাইট ইন্টারনেট লঞ্চ করতে চলেছে এলন মাস্কের এই মহাকাশ গবেষণা সংস্থা। ল্যান্ডিং রাইটস ও মার্কেট অ্যাকসেসের জন্যেও আবেদন করতে চলেছে সংস্থাটি। এখন ভারতে বড় টেলিকম সংস্থা জিও, ভোডাফোন, এয়ারটেল, বিএসএনএল। বছরের পর বছর ধরে নিজেদের বাজার ধরে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছে তারা। বর্তমানে রমরমিয়ে চলছে জিওর বাজার। এর ইন্টারনেট স্পিড নিয়ে চর্চার শেষ নেই। কিন্তু এবার মুকেশ আম্বানির এই জিও রিলায়েন্সকে টক্কর দিতে চলেছেন ধনকুবের এলন মাস্ক।
এলন মাস্ক স্টারলিংককে ভারতে আনতে খুব আগ্রহী। যুক্তরাষ্ট্র সফরের সময় মাস্ক প্রধানমন্ত্রী মোদীর সাথে বৈঠকে এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। তার ফলশ্রুতিতেই ভারতে আসতে চলেছে স্টারলিঙ্ক। এটি ভারতে উচ্চ গতির ইন্টারনেটকে সম্ভব করে তুলতে পারে বলে শোনা যাচ্ছে। দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় নির্ভরযোগ্য ও উচ্চগতির ইন্টারনেট বাড়তি নজর দিতে চায়। মনে করা হচ্ছে, স্টারলিঙ্ক এলে সামগ্রিকভাবে ইন্টারনেট পরিষেবার আরও উন্নতি ঘটবে দেশে। বর্তমানে ভারত ছাড়া বিশ্বের বহু দেশে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চলছে। অল্প সময়ের মধ্যে অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে এই ইন্টারনেট পরিষেবা। এমনই দাবি মাস্কের।
শোনা যাচ্ছে, আগামী ১০ অক্টোবরের মধ্যে হয়তো ভারতে এই পরিষেবা লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই এই বিষয়ে স্টারলিঙ্কের তরফে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে। লো আর্থ অর্বিট স্যাটেলাইট ব্যবহার করে বিশ্বব্যাপী হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য স্টারলিঙ্ক লঞ্চ করেছিলেন এলন মাস্ক। অন্যান্য স্যাটেলাইট ইন্টারনেটে কম স্পিড ও বেশি ল্যাটেন্সির কারণে ভিডিয়ো স্ট্রিমিং ও অনলাইন গেমিংয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। এলন মাস্কের স্টারলিঙ্ক স্যাটেলাইট সার্ভিস একদিনে বেশি ইন্টারনেট স্পিড দেবে।
তেমনই অবিশ্বাস্য কম ল্যাটেন্সি পাবেন গ্রাহকরা। ফলে অনলাইন গেমিং, ভিডিয়ো স্ট্রিমিং, ভিডিয়ো কল করতে সুবিধা হবে। দেশের যে সব অঞ্চলে এখনও ব্রডব্যান্ড ইন্টারনেট অথবা 4G পৌঁছায়নি সেই সব অঞ্চলে হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি প্রসারে বড় ভূমিকা নিতে পারে স্টারলিঙ্ক ইন্টারনেট।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম