।। প্রথম কলকাতা ।।
কম্পিউটারের খরচ বাঁচাবে জিও মুকেশ আম্বানির নতুন চাল। কম্পিউটার ল্যাপটপের জায়গার দখল। করতে আসছে জিও ক্লাউড পিসি। আপনার টাকা বাঁচাবে এই সস্তার ডিভাইস। আপনি যদি বাড়িতে ল্যাপটপ কিংবা কম্পিউটার ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই এই খবরটা জেনে রাখুন। আপনার কাজ আরও সহজ হতে চলেছে। রিলায়েন্স কিছু না কিছু চমক দিয়েই চলেছে। জিওর হাত ধরে আরো সহজ হতে চলেছে আপনার জীবন। কম টাকায় পাবেন প্রচুর সুবিধা। জানুন বিস্তারিত।
জিও ক্লাউড পিসিতে থাকবে hp, Dell, Lenovo -র মত সংস্থার হার্ডওয়্যার কম্পিউটারের ডেস্কটপ মানেই হাজারো ঝামেলা, খরচও বেশি। এটি ঘরের একটা বড় জায়গা দখল করে থাকে।জিও ক্লাউড পিসি এইসব ঝঞ্ঝাট মিটিয়ে দিতে আসছে। টেকনোলজিতে ফের আরেক মাইলস্টোন ছুঁতে চলেছে রিলায়েন্স। মুকেশ আম্বানির পরবর্তী প্ল্যান রিলায়েন্স জিওর ভার্চুয়াল পিসি সার্ভিস যা শীঘ্রই লঞ্চ হবে। আচ্ছা এই জিও ক্লাউড পিসি আসলে কী? কত দাম হতে পারে তার?
Jio Cloud PC হল রিলায়েন্স জিও-র একটি ভার্চুয়াল পিসি সার্ভিস। একাধিক অপারেটিং সিস্টেমে চলবে এই পরিষেবা। ক্লাউড পিসি বা ভার্চুয়াল পিসিটি অ্যাক্সেস করা যেতে পারে Jio 5G কানেক্টিভিটি ব্যবহার করে। ব্যবহারকারীদের বারবার কম্পিউটারের হার্ডওয়্যার কেনা এবং আপগ্রেড করার খরচ বাঁচাবে এই ডিভাইস। তবে হ্যাঁ ডিভাইসটির অ্যাক্সেস করতে জিও ফাইভ জি প্রয়োজন। একবার জিও ক্লাউড পিসি সেটাপ করে নিলে আপনাকে আর প্রত্যেক বছর কম্পিউটারের আপগ্রেডেশনের ঝামেলা পোহাতে হবে না।
বিষয়টি নিয়ে দ্রুত কাজ চলছে। এখন এটি প্রি লঞ্চ ফেজে রয়েছে ইতিমধ্যেই জিও প্ল্যাটফর্মের ভিপি ক্লাউড শেলটন রেগো জানিয়েছেন খুব শীঘ্রই হয়তো কোম্পানি বড়সড় ঘোষণা করা হবে। যার কারণে প্রচুর খরচ বাঁচবে। আপনাকে শুধু একবারের জন্যই জিও ক্লাউড পিসির ডিভাইসটি কিনতে হবে। জিও ক্লাউড পিসি বাজার চলতি পিসি কিংবা ল্যাপটপের তুলনায় সস্তার একটা বিকল্প হয়ে উঠতে পারে। তারপর সব ঝক্কি শেষ। এটা দেখতে অনেকটা মডেমের মতো যেখানে একাধিক ইউএসবি পোর্ট, ইথারনেট আর এইচডিএমআই এর সুবিধা রয়েছে। এই ডিভাইসটির দাম ঠিক কত টাকা হবে তা এখনো পর্যন্ত সংস্থাটি জানায়নি।
বাড়িতে বসেই অফিসের কম্পিউটারে কাজ করতে পারবেন। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ডিভাইসটির জন্য। মুকেশ আম্বানি এই ভার্চুয়াল কম্পিউটার পরিষেবার পরিকল্পনা গত বছরই ঘোষণা করেছিলেন। তখন জানানো হয়, তারা এমন একটা পিসি আনতে চলেছে যেখানে আগাম বিনিয়োগ করতে হবে না। জিওর ক্লাউড পিসিতে বড়সড় পরিবর্তন এনেছে জিওর এয়ার ফাইবার পরিষেবা। একবার এটি বাজারে চলে এলে বাড়িতে কিংবা কাজের জায়গায় কম খরচে আপনি এক বা একের বেশি ভার্চুয়াল পিসি ব্যবহার করতে পারবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম