।। প্রথম কলকাতা ।।
এক এক করে দেশের বিভিন্ন শহরে ৫জি পরিষেবা আরম্ভ করেছে ভারতের দুই প্রধান টেলিকম অপারেটর রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভারতী এয়ারটেল (Bharti Airtel)। ৫জি সক্ষম একাধিক স্মার্টফোনে এই নেটওয়ার্ক পেতে শুরু করেছেন ব্যবহারকারীরা। গ্রাহকদের দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা দিতে এবার তালিকায় জুড়লো OnePlus। এই কোম্পানির ১৬ টি স্মার্টফোনে শুরু হয়েছে Jio True 5G এবং Airtel 5G Plus। এদিন কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২০ সালের পর লঞ্চ হওয়া সমস্ত স্মার্টফোনে ৫জি নেটওয়ার্ক পাওয়া যাবে।
জিও এবং এয়ারটেল ছাড়াও ভোডাফোন আইডিয়ার ৫জি পরিষেবার ট্রায়ালও তাদের ৫জি সক্ষম স্মার্টফোনগুলিতে হয়েছে বলে জানিয়েছে কোম্পানি। অর্থাৎ OnePlus প্রায় সমস্ত ৫জি সক্ষম ডিভাইজে খুব শীঘ্রই ভিআই ৫জি শুরু হতে চলেছে তা কার্যত স্পষ্ট। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন স্মার্টফোনে চালু হয়েছে জিও ও এয়ারটেল ৫জি।
আরো পড়ুন: Spam Call Alert: স্প্যাম কল নিয়ে সতর্ক করবে খোদ গুগল ভয়েস, চাই না কোনো অ্যাপ
OnePlus যেসব স্মার্টফোনে জিও ও এয়ারটেল ৫জি চালু হয়েছে –
OnePlus 8
OnePlus 8 Pro
OnePlus 8T
OnePlus 9
OnePlus 9 Pro
OnePlus 9R
OnePlus 9RT
OnePlus 10 Pro
OnePlus 10R
OnePlus 10T
OnePlus Nord
OnePlus Nord 2
OnePlus Nord 2T
OnePlus Nord CE
OnePlus Nord CE 2
OnePlus CE 2 Lit
OnePlus এ ৫জি নেটওয়ার্ক চালু করবেন যেভাবে-
এই পরিষেবা চালু করার জন্য মোবাইল নেটওয়ার্কস অপশনে গিয়ে জিও সিম অপশনে ট্যাপ করতে হবে। তারপর Preferred Network Type অপশনে ক্লিক করে ৫জি নেটওয়ার্ক বেছে নিতে হবে।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে আরো একটি ফ্ল্যাগশিপ ৫জি স্মার্টফোন OnePlus 11 লঞ্চ হতে চলেছে। এটিতেও উপলব্ধ ৫জি পরিষেবা পাওয়া যাবে বলে আশা করা যায়। অন্যদিকে ৫জি পরিষেবা প্রসঙ্গে জিও এর তরফে জানানো হয়েছে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে দেশের সমস্ত শহরে ৫জি পরিষেবা চালু করবে তারা। দৌড়ে পিছিয়ে নেই এয়ারটেলও। তাদেরও ঘোষণা ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে এয়ারটেল ৫জি প্লাস গোটা দেশে পৌঁছে যাবে।