।। প্রথম কলকাতা ।।
NTA JEE Main 2023 Exam: JEE মেইন ২০২২-র জন্য চলতি বছরের মার্চে তারিখ ঘোষণা করা হয়েছিল। এবার ইঞ্জিনিয়ারিং প্রার্থীরা দাবি করেছেন যে, এই পরীক্ষা আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হোক। যাতে ১২-এর পরীক্ষার সঙ্গে তা ক্ল্যাশ না করে। ‘এনডিটিভি এডুকেশন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, খুব শীঘ্রই NTA জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মেইন ২০২৩ পরীক্ষার তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী প্রসঙ্গে গত বুধবার এনটিএ-র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা Career360-কে বলেছেন, “JEE main 2023 বিজ্ঞপ্তি এই সপ্তাহে জারি করা হবে না। সম্ভবত আগামী সপ্তাহে মুক্তি পাবে”। NTA বিভিন্ন রাজ্য বোর্ডের অধীনে অধ্যায়নরত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে সহায়তা করার জন্য JEE Main 2021 পরীক্ষার প্যাটার্নে বেশ কিছু পরিবর্তন করেছে। যেখানে ২০২১-এ চারটি ভিন্ন সেশনে পরীক্ষা হয়েছিল, সেখানে ২০২২-এ তা দুটিতে অনুষ্ঠিত হয়েছিল। সেক্ষেত্রে ২০২৩-এ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করা উচিত। এক্ষেত্রে যদিও পরীক্ষাকারী সংস্থা শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার পরিবর্তিত প্যাটার্নের সঙ্গে সরগর হওয়ার জন্য যথেষ্ট সময় দেবে। প্রতিবেদনে বলা হয়েছে, jeemain.nta.nic.in পরীক্ষার তারিখ ঘোষণা করার সময় সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন প্রকাশ করবে।
গত বছর JEE মেইনস পেপারে প্রতিটি বিষয়ে ৩০টি প্রশ্ন ছিল দু’টি বিভাগে। A সেকশনে ২০টি এবং B সেকশনে ১০টি প্রশ্ন ছিল। এরমধ্যে শিক্ষার্থীদের B সেকশনের ১০ টি প্রশ্নের মধ্যে যেকোনও ৫টির উত্তর দিতে হত। JEE অ্যাডভান্সড ২০২৩-র পরীক্ষার জন্য সিলেবাস সংশোধন করা হয়েছে। কিন্তু আবেদন প্রক্রিয়া জানা আছে?-
১. অফিসিয়াল ওয়েবসাইট- jeemain.nta.nic.in
২. JEE Main application form 2023 রেজিস্ট্রেশন লিঙ্কে যান
৩. ব্যক্তিগত ও যোগ্যতার সমস্ত ডিটেলস দিয়ে অনলাইন আবেদনটি পূরণ করুন।
৪. নির্ধারিত ফরম্যাটে ছবি এবং স্বাক্ষরের স্ক্যান করা ছবি আপলোড করুন।
৫. অনলাইন পেমেন্ট মোডের মাধ্যমে ফি জমা করুন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম