।। প্রথম কলকাতা ।।
আসন্ন আইপিএল মরসুম শুরুর আগে বড় ধাক্কা খেল মুম্বাই ইন্ডিয়ান্স। ইনজুরি থেকে সেরে উঠতে ব্যর্থ হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ থেকে বাদ পড়েছেন তারকা পেসার জসপ্রিত বুমরাহ। বুমরাহের ইনজুরি (পিঠের স্ট্রেস ফ্র্যাকচার) এখনও সম্পূর্ণভাবে সারেনি। তাই আইপিএলের বেশির ভাগ সময়ই মিস করবেন বুমরাহ।
সূত্রের খবর অনুযায়ী, বুমরাহ পিঠের আঘাতের চিকিৎসার জন্য অস্ত্রোপচার করাতে প্রস্তুত এবং সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে আরও সময় লাগবে। আইপিএলের নতুন মরসুম ৩১ মার্চ থেকে শুরু হবে এবং ২৮ মে ফাইনাল অনুষ্ঠিত হবে।
এটি মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একটি বড় ধাক্কা। কারণ তারা তাদের প্রধান পেসার ছাড়াই খেলতে নামবে। গত বছর ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারকে ৮ কোটি টাকায় দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। গত মরসুমে চোটের জন্য আর্চারের সার্ভিস পায়নি রোহিতের দল। আর্চার ২০২৩ মরসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হতে পারে ইংল্যান্ড পেসারের। তবে বুমরাহর সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা কম।
জুনে লন্ডনে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুমরাহ ফিট হবেন কিনা সেটাই দেখার। চোটের কারণে বুমরাহকে চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে নেওয়া হয়নি। বুমরাহ শেষবার ভারতের হয়ে গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন।