।। প্রথম কলকাতা ।।
Republic Day 2023: ভারতের গণতন্ত্রে সবচেয়ে উল্লেখযোগ্য দিন ২৬ জানুয়ারি। ১৯৪৭-এর ১৫ অগাস্ট ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়েছিল ভারত। কিন্তু সেই সময় এদেশের নিজস্ব কোনও সংবিধান ছিল না। ১৯৩৫-এর ‘গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট’-এর সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসিত হত। কিন্তু পরবর্তীতে এ দেশের নিজস্ব সংবিধানের প্রয়োজন হতে শুরু করে। ডঃ বি আর আম্বেদকর, জহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভ ভাই প্যাটেল-এর মত ব্যক্তিত্বদের নিয়ে সংবিধান সভা তৈরি হয়। ১৯৪৭-এর ২৯ অগাস্ট ভারতে স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয়। ১৯৫০-এর ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। উল্লেখ্য, ২৬ জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়ার পেছনে ছিল আরেকটি কারণ। ১৯৩০-এর ওই একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল। ২৬ জানুয়ারি সকাল ১০টা ১৮ মিনিটে ভারতের সংবিধান কার্যকরী হয়। এদিন দিল্লিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীতের সময়ে ২১টি তোপের সেলামি দেওয়া হয়। জাতীয় সঙ্গীতের শুরু থেকেই সেলামি দেওয়া শুরু হয় ও ৫২ সেকেন্ডে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এরও সমাপ্তি ঘটে। তবে ভারতে এই দিন প্রজাতন্ত্র দিবস (Republic Day) পালিত হলেও, কোন কোন দেশে কবে এই সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালন করা হয়?
* পাকিস্তান (Pakistan)-
১৯৫৬ সালের ২৩ মার্চ প্রতিবেশী এই দেশ নিজেদের প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। ১৯৪০-এর এই দিনে অল ইন্ডিয়া মুসলিম লীগ ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পৃথক দেশের প্রস্তাব ঘোষণা করে। আর তাই সেই দিনটির সম্মান জানাতেই ২৩ মার্চ ইসলামিক রিপাবলিক বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয় পাকিস্তানে।
* ইতালি (Italy)-
রাজতন্ত্রের পতনের দীর্ঘ ৮৫ বছর পর ইতালি রিপাবলিক হওয়ার কথা ঘোষণা করে। ২ জুন দিনটি সেখানকার লোকেদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই দিনটি ওই দেশের প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস। ১৯৪৬-এর এই দিনে গণভোটে রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতন্ত্রে ফিরে আসে ইতালি। এখানকার প্রজাতন্ত্র দিবস ‘ফেসতা দেলা রিপাবলিকা’ নামে পরিচিত। এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নাৎসি ও মুসোলিনি বাহিনীর বিরুদ্ধে যাঁরা লড়াই করেছিলেন ও প্রতিরোধ আন্দোলনে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের স্মরণ করা হয়।
* তুরস্ক (Trosko)-
তুরস্কের কাছে ১৯২৩-এর ২৯ অক্টোবর একটি স্মরণীয় দিন। এদিন সেখানে সংবিধান সংশোধনের পর শেষমেশ দেশ রিপাবলিক হিসেবে সারা বিশ্বের কাছে আত্মপ্রকাশ করেছিল। ওই দেশে এই দিনটি সাধারণতন্ত্র দিবস। এ দিনটি সেখানে জাতীয় ছুটির দিন।
* বসনিয়া ও হার্জেগোভিনা (Bosnia and Herzegovina)-
৯ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয় এখানে। ৯০-এর দশকে রক্তক্ষয়ী যুদ্ধের পর যুগোস্লাভিয়া ভেঙে যায়। আর এই দিনেই এই দেশের জন্ম হয়।
নেতাজি জন্মজয়ন্তীর পর ২৬ জানুয়ারি দিনটিকে ঘিরে এদেশের দেশাত্মবোধক আবেগ জাগ্রত হয়। কুচকাওয়াজ ও আরও নানা অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয়রা এই দিনটিকে উদযাপন করে থাকে। প্রজাতন্ত্র দিবসকে ঘিরে সেজে ওঠে নয়া দিল্লি থেকে কলকাতা সর্বত্র। এক কথায় ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই দিনটি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম