।। প্রথম কলকাতা ।।
আমেরিকার মাটিতে রাশিয়াকে নিয়ে বড় ঘোষণা জয়শঙ্করের। কানাডা নিয়ে গদগদ যুক্তরাষ্ট্রকে কোন বার্তা দিল্লির? জয়শঙ্কর-ব্লিঙ্কনের মিটিংয়ে উঠে আসতে পারে বড় কিছু পুতিন-মোদীর বন্ধুত্ব বিঁধবে এবার বাইডেনকে।আমেরিকার কানাডা ইস্যুতে হয়ত সুর নরম করতে পারে এমনটাই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। কারণ ভারত যুক্তরাষ্ট্রের মাটিতেই চেলে দিল চরম কূটনৈতিক চাল। পরিস্থিতি যে দিকে পৌঁছচ্ছে তাতে খুব সুক্ষ্মভাবে এগোতে হবে প্রত্যেকটা দেশকে। কেন নিউইয়র্কে বৈদেশিক সম্পর্ক সংক্রান্ত পরিষদের আলোচনায় হঠাৎ রাশিয়ার কথা তুললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। পশ্চিমা বিশ্ব মস্কোকে সহ্য করতে পারে না জেনেও এত বড় কথা পরিস্কার গোটা গোটা ভাষায় বলে দিলেন তিনি?
জয়শঙ্করের সঙ্গে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের বৈঠক হওয়ার কথা রয়েছে কিন্তু সেই বৈঠকে যুক্তরাষ্ট্র কি আদৌ কানাডা প্রসঙ্গ তুলবে? এ নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। কারণ বৈঠকের আগেই এই বিষয়ে মুখ খুলেছে আমেরিকা। সে দেশের বিদেশ দফতরের অন্যতম মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন কানাডার তরফে শুরু হওয়া তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য তাঁরা ভারতকে ‘উৎসাহিত’ করেছেন। আর এখান থেকেই অনেকে অনুমান বৈঠকে এই বিষয়টি এড়িয়ে যেতে চাইছে তারা। কিন্তু এরই মাঝে জয়শঙ্কর বুঝিয়ে দিলেন আমেরিকা বা পশ্চিমারা যতই নিষেধাজ্ঞার জালে রাশিয়াকে জড়াক না কেন ৭০ বছর ধরেই ভারত-রাশিয়ার সম্পর্ক মজবুত।
একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি থেকে জয়শঙ্করের দাবি আগামিদিনে এশিয়ার দিকে আরও ঝুঁকবে মস্কো। অর্থাৎ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর যেভাবে পশ্চিমী দুনিয়া মস্কোকে কোণঠাসা করার চেষ্টা করেছে তাতে ভ্লাদিমির পুতিনের দেশ এশিয়ার দিকে বেশি ঝুঁকবে বলে বুঝিয়ে দিয়েছেন জয়শংকর। এ কী আমেরিকাকে একটা সুক্ষ্ম খোঁচা ছিল ? রাশিয়ান ভাষায় স্বচ্ছন্দ জয়শংকর বলেন, “নিজেদের প্রাথমিকভাবে এশিয়ার শক্তি বলে দাবি না করলেও আদতে এশিয়ার বড় শক্তি হল রাশিয়া আমি ভবিষ্যদ্বাণী করছি যে বিকল্প সম্পর্ক তৈরির চেষ্টা করবে রাশিয়া। যে সম্পর্কের বেশিরভাগটা হবে এশিয়ায়।”
না এরপর আমেরিকার তরফ থেকে কোনও ধরণের প্রতিক্রিয়া আসেনি কিন্তু অঙ্ক কীভাবে বদলাচ্ছে বুঝতে পারছেন! আমেরিকা যুদ্ধে লাগাতার সাহায্য করছে ইউক্রেনকে অনেকেই বলেছেন এটা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নয় এটা রাশিয়া আমেরিকার যুদ্ধ। আসলে সেখানে নিউইয়র্কের মাটিতে দাঁড়িয়ে রাশিয়াকে নিয়ে বড় ঘোষণা জয়শঙ্করের অনেকেই বলছেন এমন কথা বলতে আসলেই দম লাগে। আর কানাডা নিয়ে মাতামাতি করা আমেরিকার সামনে কার্যত সেই দম দেখিয়ে দিলেন বিদেশমন্ত্রী দেখিয়ে দিল ভারত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম