।। প্রথম কলকাতা ।।
BGT 2023: ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বলেছেন যে তিনি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ও শেষ টেস্টে মহম্মদ শামির (Mohammed Shami) উদ্দেশ্যে ‘জয় শ্রী রাম’ স্লোগানের বিষয়ে কিছুই জানেন না। ম্যাচ ড্র হওয়ার পর আহমেদাবাদের স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরা ভারতীয় ক্রিকেটারদের জন্য উচ্চস্বরে উল্লাস করছিল। সেইসময় শামিকে উদ্দেশ্য করে সমর্থকদের একাংশ ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট জলঘোলা হয়। অনেকেই এই বিষয়টি নিয়ে নিন্দায় সরব।
অনেকে বলছেন ক্রিকেটের মতো ভদ্রস্থ খেলায় এই ধরণের কাজ একেবারেই কাম্য নয়। অবশেষে এই বিতর্কিত বিষয় নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের পরে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, “আমি শমীর জন্য জয় শ্রী রাম স্লোগান সম্পর্কে একেবারেই অজানা। আমি এটা প্রথমবার শুনলাম। আমি জানি না সেখানে কী ঘটেছে।”
ভারত প্রথম দল হিসেবে টানা চারবার বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে। ভারতীয় দল বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখতে নাগপুর ও দিল্লিতে প্রথম দুটি টেস্ট জিতেছে। যদিও অস্ট্রেলিয়া ইন্দোরে নয় উইকেটের জয়ের সঙ্গে প্রত্যাবর্তন করেছিল, কিন্তু আহমেদাবাদে আয়োজিত শেষ টেস্ট ম্যাচটি ড্র হয়। নাগপুর টেস্টে সেঞ্চুরি করা অধিনায়ক রোহিত শর্মা গত সাত সপ্তাহে তার দল যেভাবে খেলেছে তাতে তিনি খুশি।
টেস্ট সিরিজের পর ভারত ও অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। সিরিজের প্রথম খেলা ১৭ মার্চ, শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।