।। প্রথম কলকাতা ।।
Jagadhatri: শেষ হচ্ছে জি বাংলার জগদ্ধাত্রী ? অঙ্কিতা মল্লিকের অভিনয় একঘেঁয়ে লাগছে দর্শকদের। ফুলকির দাপটেই আপনার প্রিয় সিরিয়াল বন্ধ হতে চলেছে? টেলিজগতে যেন শনির দশা কাটছেই না। এত জনপ্রিয় একটা ধারাবাহিকের সত্যিই সময় ফুরোচ্ছে? আসল সত্যিটা জানুন টেলিভিশনের একগুচ্ছ চ্যানেল আর সেই সব চ্যানেল নিয়ে পঞ্চাশের বেশি সিরিয়াল। দর্শকদের বিচারে টিআরপির নিরিখে ভাগ্য ঠিক হয় প্রতিটি সিরিয়ালের।নম্বর কমলে ঘাড়ে কোপ পড়তেও বেশি সময় লাগে না। জনপ্রিয় সিরিয়ালও মাস ঘুরতেই বন্ধের মুখ দেখে। এবার কি জগদ্ধাত্রীরও একই দশা?
৬ জুলাই টিআরপি তালিকায় জগদ্ধাত্রীকে আরও কোণঠাসা করেছে ফুলকি। প্রথম সপ্তাহ থেকেই ভাল টিআরপি তুলে আসছিল। আর পাঁচটা মেগা সিরিয়ালের থেকে অন্য রকম গল্প হওয়ায় দর্শকদেরও মন টানছিল। বিশেষ করে নায়িকা অঙ্কিতা মল্লিকের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। তাই প্রথম থেকেই টিআরপি তালিকায় ভাল স্থানে থেকেছে জগদ্ধাত্রী। কিন্তু ফুলকি আসার পর থেকেই কেমন সব ওলট পালট হল। জগদ্ধাত্রীর একধাক্কায় অনেকটা টিআরপি কমছে। আর টিআরপি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয় কোন সিরিয়াল থাকবে আর কাকে বিদায় জানানো হবে। তাই টেলিপাড়ার অনেকের আশঙ্কা তাহলে কি ফুলকির ঝড়ে বন্ধ হতে চলেছে জগদ্ধাত্রীও?
আগে যেখানে সিরিয়ালটি থাকত দ্বিতীয় স্থানে। সেখান থেকে তিন নম্বরে নেমে এসেছে জগদ্ধাত্রী। নতুন নতুন টুইস্ট এনেও হারিয়ে ফেলা জায়গা ফিরে পাচ্ছে না। এদিকে মুকুটেরও ফল ভালো নয়। সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে অনান্য এনন্টারটেইনমেন্ট চ্যানেলকে টেক্কা দিতে। নাকি মুকুটকে সরিয়ে ওই জায়গায় নতুন সিরিয়াল আনতে চাইছে জি বাংলা। কথায় আছে কারুর পৌষ মাস, তো কারুর সর্বনাশ। একদিকে যেমন ফুলকি চ্যানেল টপার। তেমনই একসময়ের চ্যানেলের হিট সিরিয়ালের এখন আর কদর নেই। তবে আদৌ জগদ্ধাত্রী বন্ধ হচ্ছে কিনা তা এখনও কিছু জানাননি চ্যানেল কর্তৃপক্ষ। তবে ফুলকির আগমনে জগদ্ধাত্রীর জলওয়া যে অনেকটাই কমে গিয়েছে। তা নিয়ে কোনও সন্দেহ নেই।
এই সিরিয়ালের মাধ্যমেই আলোচনায় আসেন স্বয়ম্ভূ ওরফে সৌম্যদীপ। তবে এই ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি ২০১৭ সাল থেকে। অঙ্কিতা মল্লিককেও মানুষ চিনতে শুরু করেছে। এখন এই সিরিয়ালের ভাগ্যের কী হয়। তা তো সময়ই বলবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম