।। প্রথম কলকাতা ।।
হঠাৎ জগদ্ধাত্রীর টিআরপি কমে গেল কেন? নিম ফুলের মধুর পর্ণা কী করেছেন জানেন? দত্ত বাড়ির বউমা কামাল করেছে। জ্যাস পারল না কিন্তু পুজোর দিনে সৃজন গেল কোথায়? বাবুর মা যা করল! পুজোর সময় কে কাকে টেক্কা দেবে! এনিয়ে জল্পনা চলছিল। এবার টিআরপির তালিকা প্রকাশ্যে এল।
টিআরপিতে এক নম্বরে অনুরাগের ছোঁয়া থাকলেও দ্বিতীয় স্থানে বড় হেরফের। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার সিরিয়াল নিম ফুলের মধু। সৃজন এবং পর্ণা একে অপরকে ভুল বুঝছে আর এই প্লট নিয়ে সাধারণ মানুষ কৌতুহলী। তার মধ্যে ইশার একের পর এক কারসাজি নষ্ট করে দিচ্ছে পর্ণা তাতেই যেন আরও জমে উঠেছে সিরিয়ালের গল্প। দত্ত বাড়িতে দুর্গাপুজো চলছে কিন্তু বাবু অর্থাৎ সৃজন কোথায়? সৃজনের অসুস্থতার জন্যই কী গল্পে মামাবাড়িতে পাঠিয়ে দেওয়া হল? প্রশ্ন তুলছেন দর্শকরাও। জি বাংলার এই ধারাবাহিকের টিআরপি তাই চরচর করে বাড়ছে। চলতি সপ্তাহে তা ৭.১ নম্বর নিয়ে এসেছে।
ইচ্ছে পুতুল বন্ধ হওয়ার গুঞ্জন উঠেছিল। সেই জল্পনাকে মিথ্যে করে কী হল জানেন? রূপ আর ময়ূরীর চক্রান্ত নিয়েও একইরকম উত্তেজিত সবাই। সকলেই অপেক্ষা করে আছে কবে সবটা সকলের সামনে আসবে। আর সেইদিনের খুব বেশি দেরিও নেই বোধহয়। চলতি সপ্তাহে ৫.৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছে এই মেগা। স্লট বদলেও বাজিমাত ইচ্ছে পুতুলের। মিশকার পর্দা ফাঁসকে ঘিরে জমে উঠেছে অনুরাগের ছোঁয়ার এপিসোড। সূর্য-দীপার মিল হওয়ার পর থেকেই দারুণ খুশি ভক্তরা। ৮.৩ নম্বর নিয়ে চলতি সপ্তাহে বেঙ্গল টপার স্টার জলসার এই মেগা। তবে টিআরপি থেকে ছিটকে গেল জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী রয়েছে তৃতীয় স্থানে, পেয়েছে ৭.০ নম্বর। জ্যাস ম্যাজিকে বুঁদ দর্শকরা কিন্তু নিম ফুলের মধুর টক্করে পিছিয়ে পড়ছে তা বলে দিচ্ছে এই সিরিয়ালের টিআরপি।
পুজোর চার দিন সিরিয়াল পাড়ায় শুটিং বন্ধ ছিল। কিন্তু শুটিং বন্ধ থাকলেও সিরিয়ালের সম্প্রচার বন্ধ হয়নি। কারণ, আগে থেকে শুটিং সেরে রেখেছিলেন বাংলা সিরিয়ালের অভিনেতা- অভিনেত্রীরা। তাই এক দিন দেরিতে হলেও হাজির হয়েছে টিআরপি তালিকা। কিন্তু প্রথম পাঁচে খুব একটা পরিবর্তন হয়নি। এখন তো সিরিয়ালের সেটেও সব উৎসব উদ্যাপিত হয়। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা সব অনুষ্ঠানই রমরমিয়ে পরিকল্পনা করা হয় সিরিয়ালের সেটে। তাতেই যেন বাজিমাত করল নিম ফুলের মধু। বনেদি বাড়ির পুজো দেখিয়েই এগিয়ে গেল পর্ণার পরিবার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম