।। প্রথম কলকাতা ।।
Weather update: ডিসেম্বরের শেষে এসেও শীত সেভাবে স্থায়ী নয়। বারবার হারিয়ে ফেলছে স্পেল। বড় দিনের আগে ফের কমছে ঠান্ডার আমেজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তেমন ঠান্ডা ছাড়াই কাটতে চলেছে বড়দিন।
রবিবার ক্রিসমাসের দিন। স্বাভাবিক এর উপরেই থাকবে দিনের ও রাতের তাপমাত্রা। কার্যত উষ্ণতাতেই কাটবে বড়দিন। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন (Change) হবে রাজ্যে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। শনি, রবিবার আংশিক মেঘলা থাকবে উপকূলের আকাশ সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে কুয়াশার দাপট।
কয়েকদিন আগে কলকাতায় পারদ নেমে যায় ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সে সময় মনে করা হয়েছিল এবার শীত (Winter) মেজাজে ব্যাটিং করবে। কিন্তু ঘূর্ণাবর্তের কারণে শীত দিশাহীন। আগামী কয়েক দিন এভাবেই চলবে। আজ কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ এবং ১৫ ডিগ্রির আশে পাশে থাকবে।
আগামী ৪৮ ঘণ্টায় উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে। আবার অন্যদিকে দক্ষিণবঙ্গে কুয়াশা থাকলেও বৃষ্টির (Rain) কোনো সম্ভাবনা নেই। ২৪ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূনাবর্ত তৈরি হবে তার ফলেই আগামী ২৩ তারিখের পর থেকে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম