।। প্রথম কলকাতা।।
দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকার মতো।
যাহার যে অবস্থা, সে যদি তাহাতেই সন্তুষ্ট থাকে তাহা হইলে তাহাকে কারোর নিকট অপদস্থ বা অপমানিত হইতে হয় না।
পরের মন্দ চেষ্টায় ফাঁত পাতিলে, আপনাকেই সেই ফাঁদে পড়িতে হয়।
অন্যে যখন আমাদের প্রশংসা করে তখন বিনীত হওয়া কর্তব্য।
সদা সত্য কথা কহিবে। যে সত্য কথা কহে সকলে তাহাকে ভালোবাসে।