।। প্রথম কলকাতা ।।
চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের তৃতীয় ওয়ানডেতে বিস্ফোরক ডাবল সেঞ্চুরি করলেন ওপেনিং ব্যাটার ঈশান কিষান। অধিনায়ক রোহিত শর্মা চোট পাওয়ার পর সিরিজের শেষ ম্যাচে সুযোগ পান ঈশান কিষান। ২৩টি বাউন্ডারি এবং ৯টি ছক্কা মেরে মাত্র ১২৬ বলে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ভারতের এই তরুণ ওপেনিং ব্যাটার। ভেঙে দিলেন ক্রিস গেইলের করা দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড। মাত্র ৮৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। কিষান শেষ পর্যন্ত ২১০ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তার ইনিংসে সাজানো ছিল ২৪টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারি।
ঈশান কিশান ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের গড়া বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন। ২০১৫ সালে আইসিসি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে তার ডাবল সেঞ্চুরি করার জন্য গেইল ১৩৮টি বল খেলেছিলেন গেইল। কিশান ১২ বল কম খেলেই রেকর্ডটি নিজের দখলে করে নিয়েছেন। পাশাপাশি ওয়ানডেতে ২০০রানের গণ্ডি পেড়ানো সর্বকনিষ্ঠ ক্রিকেটারও হয়েছেন তিনি।
ভারতের এই তরুণ ওপেনিং ব্যাটার এখন শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেহবাগ এবং রোহিত শর্মার পর চতুর্থ ভারতীয় হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছেন। রোহিতের নামে রয়েছে তিনটি ২০০ প্লাস স্কোর। যার মধ্যে সর্বোচ্চ ২৬৪, যে রেকর্ডটি অক্ষুণ্ন রয়েছে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ৭ম ব্যাটসম্যান হিসেবে এক ইনিংসে ২০০ রান করলেন ঈশান কিষান। ভারতীয় ছাড়া অন্যরা হলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং পাকিস্তানের ফখর জামান।