।। প্রথম কলকাতা ।।
Hair Washing Method: চুল পড়ার ভয়ে চুলে রোজ জল দেন না? আচ্ছা রোজ জল দেওয়া ভালো না খারাপ? জানেন কি? কী ভাবে ধুলে ভাল থাকবে আপনার চুল? কত দিন অন্তর ধোয়া জরুরি? নাকি রোজই আপনার লম্বা চুল ভেজাবেন। এই প্রশ্নের উত্তর আজ জানুন আমাদের প্রতিবেদনে। মাথায় জল দিলে আপনার কি চুল পড়ার পরিমাণ বেড়ে যায়? এই সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান আমাদের।
কিন্তু বিশেষজ্ঞরা যা বলছেন সত্যিই অবাক হবেন বেশি বার চুলে জল দিলে চুলের ক্ষতি হয় না। বরং কতবার শ্যাম্পু করছেন সেই দিকে নজর দিন। চুল বা মাথার ত্বকের ক্ষতি করে। রাসায়নিক দেওয়া নানা শ্যাম্পু সংবাদমাধ্যমে এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। অফিসে বেরোতে হয় বলে, আপনি হয়তো প্রতিদিন চুল ভিজিয়ে স্নান করেন না। এতে আপনার চুলেরই ক্ষতি হচ্ছে। পলিউশন, ধুলো, ঘাম সব কিছু জাঁকিয়ে স্ক্যাল্পে আস্তানা গাড়ে তাই অন্তত জল দিয়ে ধুয়ে এগুলোকে বিদায় করুন। চুল উজ্জ্বল থাকবে মত বিশেষজ্ঞদের।
অনেকে আবার রোজ চুল না ভিজিয়ে পারেন না।
কেমন যেন অস্বস্তি হয়? কিন্তু চুল ভেজালেও শ্যাম্পু দেওয়ার ক্ষেত্রে এই কয়েকটা নিয়ম মানুন। প্রথমে মাথা থেকে জল ঢেলে পুরো চুল ভিজিয়ে নিন এ বার হাতের তালুতে খানিকটা। শ্যাম্পু নিয়ে ভাল করে ঘষুন ফেনা হলে মাথার তালুতে হালকা হাতে মেখে নিন। একেবারেই তাড়াহুড়ো করবেন না। এ বার আঙুলের সাহায্যে মাথার তালু মাসাজ করতে থাকুন। এ বার জল ঢেলে ধুয়ে ফেলুন প্রয়োজনে আবার একই ভাবে মাথায় শ্যাম্পু করে নিতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন যেন কোনও ভাবেই মাথায় শ্যাম্পুর ফেনা লেগে না থাকে।
তাই যারা এতো দিন চুল পড়ার ভয়ে রোজ চুলে জল দিতে না। তাঁরা এবার ভাবুন। চুল রোজ পরিষ্কার করা উচিত। আপনার ভুল ধারণার জন্য উল্টে আরও চুলের ক্ষতি হচ্ছে না তো?
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম