।। প্রথম কলকাতা ।।
Weather Update Today: উধাও শীতের কড়া কামড়। উৎসবের আবহে কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে কেকে কামড় বসানোর দিন শেষ। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত চোখ রাঙাতে শুরু করেছে বছর শেষে। যার জেরে উত্তরে হাওয়া দাপট পিছু হটতে শুরু করেছে। বছরের শেষ লগ্নে এসে শহরে নেই শীতের আমেজ। গত সপ্তাহের শেষে শহরে যে হরে শীতের পারদ নেমেছিল ভোল বদলে ইতিমধ্যেই উর্ধমুখী। হাওয়া অফিস সূত্রে খবর মিলেছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, স্বাভাবিকের থেকে যা কি না ২ ডিগ্রি ওপরে। অন্যদিকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে, যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি স্বাভাবিকের থেকে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহের শুরুতে আকাশ থাকবে মেঘহীন। শুধু তাই নয় , আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ছুঁয়ে ফেলবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। তার আগে শহরের সর্বোচ্চ পারদ ঘুরবে ২৬ ডিগ্রির আশেপাশে। দক্ষিণবঙ্গের কোথাও ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
শহর এবং শহরতলিতে আগামী কয়েক দিন কুয়াশার পূর্বাভাস রয়েছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা আগামী তিন দিন থাকবে কলকাতার পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে।পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না।
১৩-১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে জেলার বিভিন্ন প্রান্তের তাপমাত্রা ।জানুয়ারির প্রথম ৪-৫ দিন পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। বর্ষশেষ, বর্ষবরণ, এমনকী নতুন বছরের প্রথম কয়েকদিনেও সম্ভাবনা নেই ঠান্ডা কোনোভাবে ফেরার ।আপাতত অধরাই থাকছে কনকনে শীত। তবে কুয়াশা মাখা হাল্কা শীতের আমেজে উপভোগ্য আবহাওয়া থাকবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম