।। প্রথম কলকাতা ।।
২০২৩ সালের ক্রীড়া বাজেটকে স্বাগত জানিয়েছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) সভাপতি পিটি ঊষা। এই ক্রীড়া বাজেট ২০২৪ সালের অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের প্রস্তুতি বাড়াবে৷ ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে ভারত সরকার ৩,৩৯৭.৩২ কোটি টাকা বরাদ্দ করেছে। যা ৭২৩.৯৭ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। যার ফলে ভারতীয় ক্রীড়া মন্ত্রক একটি বড় উত্সাহ পেয়েছে। ২০২৩ সাল ভারতীয় ক্রীড়াবিদদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। কারণ তারা এশিয়ান গেমসে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ২০২৪ প্যারিস অলিম্পিক গেমসের প্রস্তুতি নেবে।
ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) সভাপতি পিটি ঊষা টুইট করেছেন, “আমাদের দেশে খেলাধুলার জন্য বাজেটের ব্যবস্থা বাড়ানোর জন্য এন সিতারমন জিকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। যে পরিমাণ বরাদ্দ করা হয়েছে তা নিশ্চিতভাবে এশিয়ান গেমসের জন্য আমাদের প্রস্তুতিকে বাড়িয়ে দেবে এবং আগামী বছর অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস পর্যন্ত আমাদের নেতৃত্ব দেবে! কৃতজ্ঞতা।”
Extending my heartiest congratulations & thanks to @nsitharaman ji for enhancing budget provisions for sports in our country. The amount allocated is sure to boost our preparations for the Asian Games, & our lead up to the Olympic & Paralympic Games next year! Gratitude 🙏🏽
— P.T. USHA (@PTUshaOfficial) February 2, 2023
সংবাদ সংস্থা পিটিআই-র খবর অনুযায়ী, বরাদ্দকৃত পরিমাণ ২০২২-২৩ সালের সংশোধিত বাজেটের চেয়ে বেশি। সেইবার ক্রীড়া মন্ত্রক ২,৬৭৩.৩৫ কোটি টাকা পেয়েছিল। গতবারের বাজেট হ্রাসের একটি কারণ হতে পারে এশিয়ান গেমস স্থগিত করা, যা এই বছর অনুষ্ঠিত হতে চলেছে। পাশাপাশি ক্রীড়া মন্ত্রকের ‘খেলো ইন্ডিয়া – ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট অফ স্পোর্টস’ সরকারের অগ্রাধিকার হিসাবে রয়ে গেছে। কারণ এটি গত আর্থিক বছরে ৬০৬ কোটি টাকার সংশোধিত বরাদ্দের তুলনায় ১,০৪৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
অন্যদিকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-এর আগের বছরের সংশোধিত ব্যয় ৭৪৯.৪৩ কোটি টাকার তুলনায় ৩৬.০৯ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৩ এর বরাদ্দ অনুযায়ী ৭৮৫.৫২ কোটি টাকা। ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন (NSFs) আগের বছরের সংশোধিত বাজেটের ২৮০ কোটি টাকা থেকে ৪৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। এখন তারা ৩২৫ কোটি টাকা পাবে।