।। প্রথম কলকাতা ।।
Twitter: ট্যুইটার লিগ্যাসি ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে নীল টিক (Blue Tick) সরিয়ে দিল মাইক্রোব্লগিং সাইটটি। এই মাসের শুরুতে কোম্পানির মালিক ইলন মাস্ক (Elon Musk) জানিয়েছিলেন ট্যুইটার ব্যবহারকারীরা যদি ২০ এপ্রিলের আগে অর্থ প্রদান না করে তবে তারা নীল টিক হারাবেন। এখন থেকে শুধুমাত্র যে ট্যুইটার ব্যবহারকারীরা টাকা দিয়ে ‘ব্লু টিক’ পরিষেবা গ্রহণ করবেন, তাঁদের নামের পাশেই এই নীল টিক বসবে। ২০০৯ সালে ট্যুইটার এই ব্লু টিক সিস্টেম চালু করে।
যার মূল উদ্দেশ্য ছিল সেলিব্রিটি বা বিখ্যাত ব্যক্তিত্বদের আলাদা করে চিহ্নিত করা এবং ফেক নিউজ বা ভুল তথ্য পরিবেশন রুখে দেওয়া। ইলন মাস্ক জমানার আগে পর্যন্ত বিনামূল্যেই ব্লু টিক পেতেন সেলিব্রেটিরা। এবার থেকে সেটা বন্ধ হয়ে গেল। ব্লু টিক হারানোর তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিরাট কোহলি, রোহিত শর্মা, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে মমতা ব্যানার্জি, যোগী আদিত্যনাথ, রাহুল গান্ধীর মতো ব্যক্তিত্বরা। এছাড়াও ব্লু টিক হারিয়েছেন জাস্টিন বিবার, কেটি পেরি এবং কিম কার্দাশিয়ানের মতো তারকারা। বিল গেটস থেকে শুরু করে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্বরাও রয়েছেন এই তালিকায়।
যদিও এখনও ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য অর্থ প্রদান না করা সত্ত্বেও নির্বাচিত টুইটার ব্যবহারকারীদের ব্লু টিক রয়েছে। ট্যুইটার প্রাথমিকভাবে ইলন মাস্কের অধিগ্রহণের পরে গত বছরের শেষের দিকে একটি সংশোধিত ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন রোল করার পরিকল্পনা ঘোষণা করেছিল। একবার ব্যবহারকারীরা সাবস্ক্রিপশন পেয়ে গেলে, মোবাইল নম্বর যাচাই করা হলে তারা স্বয়ংক্রিয়ভাবে নীল টিক চিহ্ন পাবে।
যাইহোক, বাস্কেটবল তারকা লেব্রন জেমস এবং লেখক স্টিফেন কিং এখনও প্রকাশ্যে ঘোষণা করা সত্ত্বেও তাদের ব্লু টিক ধরে রেখেছেন। তারা জানিয়েছিলেন এই পরিষেবার জন্য তারা সাইন আপ করবেন না। পরে কোম্পানির সিইও ইলন মাস্কের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তিনি কিছু সেলিব্রিটিদের ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য “ব্যক্তিগতভাবে অর্থ প্রদান” করছেন তাদের চেকমার্ক রাখার জন্য।
You’re welcome namaste 🙏
— Elon Musk (@elonmusk) April 20, 2023
আমেরিকান লেখক স্টিফেন কিং (Stephen King) মাইক্রোব্লগিং ওয়েবসাইটে প্রকাশ্যে বলেন, “আমার ট্যুইটার অ্যাকাউন্ট বলছে আমি ট্যুইটার ব্লু-তে সাবস্ক্রাইব করেছি। আমি করিনি। আমার টুইটার অ্যাকাউন্ট বলছে আমি একটি ফোন নম্বর দিয়েছি, আমি করেনি।” উত্তরে, ইলন মাস্ক বলেন, “আপনাকে স্বাগতম নমস্তে” সঙ্গে একটি ভাঁজ করা হাতের ইমোজি। একটি পৃথক টুইটে, ইলন মাস্ক জানিয়েছেন, “আমি ব্যক্তিগতভাবে কয়েকটির জন্য অর্থ প্রদান করছি।”
My Twitter account says I’ve subscribed to Twitter Blue. I haven’t.
My Twitter account says I’ve given a phone number. I haven’t.— Stephen King (@StephenKing) April 20, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম