।। প্রথম কলকাতা ।।
Rail Blocked : সাত সকালে বন্ধ ট্রেন। বর্ধমান স্টেশনে আটকে পড়ল বহু লোকাল সহ দূরপাল্লার ট্রেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে বর্ধমান হাওড়া কর্ড এবং মেন শাখায় একাধিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকালে যার কারনে বিপাকে পড়তে হয় নিত্যযাত্রীসহ অন্যান্য যাত্রীদেরকেউ। যদিও প্রায় দেড় ঘন্টা পরে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। আটকে থাকা ট্রেনগুলি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার ভোর ৫.৫৫ থেকে সকাল ৭ টা ৪০ মিনিট পর্যন্ত বর্ধমান স্টেশনে ছিল পাওয়ার ব্লক। যার কারণে বর্ধমান থেকে কোন ট্রেন ছাড়তে পারেনি বর্ধমান-রামপুরহাট এবং বর্ধমান- আসানসোল শাখায়। এছাড়াও বর্ধমানের বিভিন্ন প্ল্যাটফর্মে আটকে পড়ে ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, ডাউন বিভূতি এক্সপ্রেস সহ একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেনগুলি। পরবর্তীতে সকাল ৭:৪০ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এমনটাই জানেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।
শুভাশিস কুমার নামে এক যাত্রী জানান, রেলের তরফ থেকে এইরকম কোন ঘোষণা যত সম্ভব ছিল না। কাজেই শুক্রবার হঠাৎ করে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার নিত্যযাত্রীদের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে এতে কোন সন্দেহ নেই। অন্যান্য বহু যাত্রীকে যারা বর্ধমান স্টেশনে নেমে ট্রেন বদল করার পরিকল্পনা করেছিলেন, তাদেরকেও এর ভুক্তভোগী হতে হয়েছে। বিভিন্ন রেল শাখায় কাজ চলার কারণে পাওয়ার ব্লকের সমস্যা দেখা দিচ্ছে। তবে এদিকে বিশেষ নজরদারির করা দরকার রেল কর্তৃপক্ষের, এমনটাই জানান তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম