।। প্রথম কলকাতা ।।
Worms in women’s Eyes: এক মহিলার চোখ থেকে একের পর এক বেরিয়ে আসছে জীবন্ত পোকার মতো কিছু একটা। দেখে অবাক চিকিৎসকরা। একটা দুটো নয়, এক এক করে এইরকম পোকা বেরিয়ে এসেছে প্রায় ৬০টি। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই ঘটেছে। এই ধরনের উদ্ভট থেকে শুরু করে চমকপ্রদ ঘটনার জন্য বারংবার শোনা যায় চীনের কথা। সেই চিনেই ঘটল এমন ঘটনা। চোখে সামান্য অস্বস্তি হচ্ছিল, চোখে হাত দিতেই ঘটে গেল তাজ্জব কাণ্ড।
চীনে একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। চিকিৎসকরা অপারেশন করে একজন মহিলার চোখ থেকে ৬০ টিরও বেশি জীবন্ত পোকা বের করে দেন। যা দেখে চিকিৎসকরাও হতবাক হয়ে যান। প্রশ্ন হল, চোখে এত পোকা কীভাবে জন্মাল? এর পেছনের কারণ জানলে আপনিও হতবাক হয়ে যাবেন। দ্য মিররের প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতিতার চোখ চুলকাচ্ছিল। তখনই চোখ থেকে পড়ে একটি পরজীবী কীট। দেখে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। এর পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষায় চিকিৎসকডা দেখতে পান, ওই মহিলার চোখ এবং চোখের পাতার ফাঁকে পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। ডাক্তাররা তার ডান চোখ থেকে ৪০টিরও বেশি এবং বাম চোখ থেকে ১০ টিরও বেশি জীবন্ত পোকা বের করেছেন।
আসলে ওই মহিলার চোখে জমে ছিল পরজীবী কৃমি। চিকিৎসকদের মতে, তিনি ফিলারিওডিয়া ধরনের রাউন্ডওয়ার্মে আক্রান্ত ছিলেন, যা মাছির কামড়ে ছড়ায়। ভুক্তভোগী মহিলা বিশ্বাস করেন যে তিনি কুকুর বা বিড়াল দ্বারা সংক্রামিত হয়েছেন, যা তাদের শরীরে সংক্রামক লার্ভা বহন করে। তিনি হয়তো প্রাণীগুলোকে স্পর্শ করেছেন এবং তার পরপরই তার চোখ ঘষেছেন। যার জেরে এত কাণ্ড।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম