।। প্রথম কলকাতা ।।
Gardening Tips: সবুজ রঙ একদিকে যেমন চোখেকে শান্তি দেয় তেমনি সবুজ গাছে রঙবেরঙের ফুল শান্তি দেয় মনকে। যদি বাড়ির বারান্দায় কিংবা বাড়ির সামনে বাহারি রঙের বেশ কিছু গাছ থাকে তাহলে এমনই মেজাজ থাকবে ফুরফুরে। ছোট্ট চারা গাছ বড় হয়ে তাতে ফুল ফোটা দেখতে কার না ভালো লাগে। বরং তাতে বাড়িতে পজিটিভ এনার্জি পাওয়া যায়। এমনটাই বলছেন বাস্তুশাস্ত্র। তাই কম খরচে নিজের বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য ঝটপট নিয়ে আসতেই পারেন এই পাঁচটি গাছ।
মানিপ্ল্যান্ট– মানিপ্ল্যান্টের রয়েছে বহু প্রজাতি। যদিও এই গাছে ফুল দেখা যায় না কিন্তু পাতার কালার ভেরিয়েশন হৃদয় ছুঁয়ে যাওয়ার মত। এই মানিপ্ল্যান্ট যদি বাড়ির বারান্দায় কিংবা উঁচু কোন জায়গায় রেখে দেওয়া যায় তাহলে কিছুদিনের মধ্যে দেখা যাবে সেই গাছ ছড়িয়ে গিয়েছে বহুদূর পর্যন্ত। বারান্দা কিংবা ব্যালকনির শোভা বাড়াতে এই গাছ একেবারে তালিকার শীর্ষে থাকে। আবার বাস্তুশাস্ত্র মতে মানিপ্ল্যান্ট বাড়িতে থাকলে কখনই নাকি অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় না।
গোলাপ গাছ – শীত প্রায় চলেই এসেছে। তাই দেরি না করে নানান রঙের গোলাপ চারা এনে রোপন করে ফেলুন নিজের বাড়িতে। ঘরের জানালায়, বারান্দায় সুন্দর করে সাজিয়ে রাখা যেতে পারে এই গোলাপ গাছ। ফুল ফুটলে এই গোলাপ গাছই আপনার বাড়ির সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে।
অ্যালোভেরা – এই গাছটির বিশেষ ফুল দেখা যায় না। কিন্তু অ্যালোভেরা গাছ এমনিতেই দেখতে বেশ সুন্দর হয়। কোন কোন অ্যালোভেরা ডিপ সবুজ রঙের হয় কোন অ্যালোভেরা আবার হালকা সবুজ রঙের। বড় বড় অ্যালোভেরা গাছ গুলি দেখতে ভারী সুন্দর লাগে।
গাঁদা গাছ– শীতকালে প্রায় সব বাড়িতেই গাদা গাছের চারা দেখতে পাওয়া যাবে। হলুদ কমলা খয়েরি বিভিন্ন রঙের গাদা ফুল সারা শীত জুড়ে আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করবে।
লেবু গাছ – শুধু ফুলের গাছই নয় ছোটখাটো ফলের গাছগুলিও বাড়িতে রাখলে মন্দ হয় না। বাড়ির বারান্দায় কিংবা মেন গেটের পাশে একটা বড় পাত্রে লেবু গাছ রোপন করা যেতেই পারে। তাতে ফল আসলে মন ভালো হয়ে যাবে এমনিতেই। আবার বাস্তু বিশেষজ্ঞরা বলেন, লেবু গাছ যে কোন গৃহস্থ বাড়ির জন্যই অত্যন্ত শুভ।
তুলসী গাছ– বহু মানুষের বাড়িতেই একটা না একটা তুলসী গাছ দেখতে পাওয়া যাবে। এই গাছকে খানিকটা দেবতাদের মতই আরাধনা করা হয়। কেউ কেউ তবে তুলসী গাছ লাগিয়ে রাখেন আবার অনেকেই তুলসী গাছ লাগানোর জন্য তৈরি করেন তুলসী মঞ্চ। এই মঞ্চে সুন্দর আঁকিবুঁকি বাড়ির সৌন্দর্য বাড়াতে সহায়ক। এছাড়াও হালকা সর্দি-কাশিতে তুলসী পাতা আর মধু কাজ করে ঠিক ম্যাজিকের মত।
শুধুমাত্র গাছ এনেই নয়, সেই গাছের টব গুলিতে তুলি ঘুরিয়ে আরও সুন্দর করে তুলতে পারেন আপনি। ছোট ছোট টব গুলিতে রঙ তুলি দিয়ে ইচ্ছে মতো ছবি আঁকা যেতেই পারে। তাতে কিছুটা অন্যরকম দেখতে লাগবে আপনার বাড়ি বারান্দা কিংবা জানালা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম