।। প্রথম কলকাতা ।।
India’s Unemployment Rate: ঝিমিয়ে পড়েছে কাজের বাজার। আর্থিক কর্মকাণ্ড বাড়লেও আদৌ কি লাভ হচ্ছে? বেকারত্বের হার বৃদ্ধিতে উদ্বিগ্ন শহর। গত দু’মাসে বদলে গিয়েছে বেকারত্বের গ্রাফ। গ্রামের তুলনায় শহরে লাফিয়ে বাড়ছে বেকারত্বের সংখ্যা। ইতিমধ্যেই গত তিন মাসে প্রযুক্তি ক্ষেত্রে একাধিক কর্মী ছাঁটাই রীতিমত চোখে পড়ার মতো। সিএমআইই-এর রিপোর্ট অনুযায়ী, ২০২২ এর নভেম্বরে বেকারত্বের হার ছিল সর্বোচ্চ। সরকারের তরফ থেকে বারংবার বিষয়টির উপর নজর দিলেও কেন বেকারত্বের হারে এতটা টালমাটাল?
কী বলছে সমীক্ষা?
অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনোমির (সিএমআইই) রিপোর্ট অনুযায়ী, নভেম্বর মাসে ভারতের শহরাঞ্চলের বেকারত্বের হার ৭.২১ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮.৯৬ শতাংশে। অথচ গ্রামাঞ্চলে বেকারত্বের হার আগের থেকে অনেকাংশে হ্রাস পেয়েছে। অক্টোবরে ভারতের গ্রামগুলিতে বেকারত্বের হার ছিল ৮.০৪ শতাংশ, যা এক মাসে কমে দাঁড়িয়েছে ৭.৫ শতাংশে। গোটা দেশ জুড়ে বেকারত্বের হার ৭.৭৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮ শতাংশে। সিএমআইই-এর পাশাপাশি জাতীয় পরিসংখ্যান দফতর অর্থাৎ এনএসও-এর রিপোর্টও বলছে, ভারতের শহরাঞ্চলে কাজের খুব একটা ভালো নয়। বিশেষ করে পুরুষদের তুলনায় মহিলাদের অবস্থা বেশ খারাপ ।
সিএমআইই তার প্রতিবেদনে এর কারণ হিসেবে ব্যাখ্যা দিয়েছে, গত মাসে যখন বেকারত্বের হার বৃদ্ধি পায় তখনই কাজের বাজারে অংশগ্রহণের হার কমেছে। যার অর্থ বাজারে কাজ নেই। কাজের সংখ্যা কমতে শুরু করেছে। হিসাব অনুযায়ী, ভারতে শুধুমাত্র অক্টোবর মাসে কাজের সংখ্যা কমে ছিল প্রায় ৭৮ লক্ষ, অথচ কর্মহীনদের সংখ্যা বেড়েছিল প্রায় ৫৬ লক্ষ। সেই সময় দাঁড়িয়ে প্রায় ২২ লক্ষ মানুষ কাজের বাজার থেকে দূরে ছিলেন। আশ্চর্যের বিষয় হল, গত এক বছরে কৃষি খাতে সবথেকে বেশি কাজের সংখ্যা কমছে অথচ সম্প্রতি ঘটছে এক্কেবারে উল্টো ঘটনা। প্রচুর মানুষ যুক্ত হচ্ছেন গ্রামীণ খুচরো ব্যবসায়। সেই ধারাবাহিকতা বজায় রয়েছে ২০২২ এর নভেম্বর মাসেও। তাই গ্রামের তুলনায় শহরাঞ্চলে বেকারত্বের হার একটু বেশি। দিনের পর দিন মূল্য বৃদ্ধির কারণে বাজারে চাহিদা কমছে। শিল্পের সম্প্রসারণে বাধা হয়ে দাঁড়িয়েছে চড়া সুদের হার। স্বাভাবিকভাবেই ধাক্কা লাগছে উৎপাদনে। উৎপাদন বৃদ্ধি না পেলে বাড়বে না কর্মসংস্থান। এসমের মাঝেই প্রযুক্তি ক্ষেত্রে প্রচুর পরিমাণে কর্মী ছাঁটাই হয়েছে। যারা নতুন চাকরির খোঁজে ব্যস্ত।
বেকারত্বের হার কীভাবে নির্ণয় করা হয়?
বেকারত্বের হার বলতে বোঝায় ১৫ বছর বা তার বেশি অর্থাৎ শ্রমজীবী বয়সের মানুষের কতজন কাজের দাবী করছেন এবং তাদের মধ্যে কতজন চাকরি পাচ্ছেন। পাশাপাশি এও দেখা হয়, শ্রমজীবী বয়সে ঠিক কতজন মানুষ চাকরি করছেন। বেকারত্বের হার নির্ণয়ের জন্য মূলত মোট বেকার সংখ্যা এবং মোট শ্রম শক্তির মধ্যে একটি অনুপাত করা হয়। মোট শ্রম শক্তির বৃদ্ধি থেকে যখনই বেকারের সংখ্যা বৃদ্ধি পাবে তখনই তাকে বলা হয় বেকারত্বের হার বৃদ্ধি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম