।। প্রথম কলকাতা ।।
Turkey And Syria Earthquake: মৃত্যুপুরী তুরস্ক (Turkey) আর সিরিয়ার (Syria) দিকে বিশ্বের বহু দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেখানে উদ্ধারকার্যে সমানতালে সাহায্য করছে জুলি আর রোমিও। বর্তমানে এই দুটো নাম খুব শোনা যাচ্ছে। ভারতের যে উদ্ধারকর্মীরা তুরস্কে গেছেন তাদের সঙ্গেই রয়েছে রোমিও আর জুলি।
সোমবার ভোররাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন তুরস্ক আর সিরিয়ার জন্য নেমে আসে এক ঘন অন্ধকার। সারাদিন জুড়ে দুটি দেশ প্রায় ১০০ টির বেশি ভূমিকম্পের আফটার শক পেয়েছে। সোমবার সকাল থেকে ভূমিকম্পের (Earthquake) ধ্বংসলীলায় বড় বড় ভবন গুলি কয়েক সেকেন্ডের মধ্যে মাটির সঙ্গে মিশে যায়। এই বিপর্যয়ের জেরে প্রাণ হারিয়েছে প্রায় ২১ হাজারের বেশি মানুষ। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। এই ধ্বংসযজ্ঞে আহত হয়েছেন প্রায় ৪০ হাজারের বেশি মানুষ। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে উদ্ধারকার্যে পৌঁছে গিয়েছে ভারতের চারটি প্রশিক্ষণ প্রাপ্ত সারমেয়। ভারতের তরফ থেকে উদ্ধারকার্যে ১০১ সদস্যের এই দলে সারমেয় গুলির গুরুত্ব কতটা তা বলার অপেক্ষা রাখে না। এগুলির নাম জুলি, রোমিও, হানি এবং রেমবো।
এই কুকুরগুলির ল্যাব্রাডর প্রজাতির। এরা গন্ধ শুঁকে পৌঁছে যেতে পারে নির্দিষ্ট স্থানে। ধ্বংসস্তূপের কোথায় মৃতদেহ চাপা পড়ে রয়েছে তা দ্রুত শনাক্ত করতে পারে। মেক্সিকোতে যখন ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তখনও উদ্ধারকাজে বিশেষ ভূমিকা নিয়েছিল এই কুকুরগুলি। মঙ্গলবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি পৃথক দল তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তাদের সঙ্গে ছিল এই চারটি স্নিফার ডগ। এছাড়াও তুরস্কের মাটিতে ভারতীয় সেনাবাহিনী তৈরি করেছে একটি ফিল্ড হাসপাতাল, যেখানে ৩০ জন ব্যক্তিকে একত্রে হাসপাতালে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা যাবে। পাশাপাশি বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা সামগ্রী এবং জীবন রক্ষাকারী নানান ওষুধ। হিসাব অনুযায়ী ভারত থেকে এই বিশেষ বিমান তুরস্কে উড়ে গিয়েছে প্রায় ৬ টন ত্রাণ সামগ্রী নিয়ে।
কয়েকদিন ধরেই বিভিন্ন খবরের শিরোনামে আসছিল রোমিও আর জুলির কথা। ভারতীয় সেনাবাহিনীর ডগ স্কোয়াড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও বহুবার প্রশিক্ষিত কুকুরদের শহীদ হতে দেখা গিয়েছে। তাদের পূর্ণ সম্মানে শেষকৃত্য করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর জটিল কাজকে সহজ করে দিতে পারে এই ডগ স্কোয়াড। যা ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম