।। প্রথম কলকাতা ।।
আইবিএ মহিলা বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ ৪৮ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন ভারতের নিতু ঘাংহাস। এদিন ফাইনালে মঙ্গোলিয়ার লুৎসাইখান আল্টানসেটসেগকে পরাজিত করেছেন ভারতীয় বক্সার। সর্বসম্মত সিদ্ধান্তে ৫-০ ব্যবধানে জয় পেয়েছেন তিনি। চলমান টুর্নামেন্টে এটিই ছিল ভারতের প্রথম সোনা।
𝐆𝐎𝐋𝐃 🥇 𝐅𝐎𝐑 𝐈𝐍𝐃𝐈𝐀 🇮🇳
NITU GHANGHAS beat Lutsaikhan Atlantsetseg of Mongolia by 5⃣-0⃣in the FINAL 🥊#WorldChampionships #WWCHDelhi #Boxing #WBC2023 #WBC @NituGhanghas333 pic.twitter.com/5kpl6dUFzU
— Doordarshan Sports (@ddsportschannel) March 25, 2023
বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার প্রথম ফাইনাল খেলছিলেন নিতু। ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। প্রতিপক্ষকে সুযোগই দেননি ভারতীয় বক্সার। মঙ্গোলিয়ান বক্সার কয়েকটি ঘুষি মেরেছিল, কিন্তু প্রথম রাউন্ডে আধিপত্য বিস্তার করেছিল ২২ বছর বয়সী ভারতীয় বক্সার। নিতু তার আক্রমণাত্মক পদ্ধতিতে হাল ছাড়েননি। প্রথম দুই রাউন্ডের পরে, নিতুই ছিলেন নেতৃত্বে।
নিতু ও লুৎসাইখান দুজনেই একটি করে হলুদ কার্ড পান। শেষ ৩০ সেকেন্ডে নিতু দুটি ঘুষি মারেন এবং এটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথম রাউন্ডে কোরিয়ার কাং ডয়েওনকে হারিয়ে টুর্নামেন্টে ঘাংহাস তার অভিযান শুরু করেছিল। এরপর দ্বিতীয় রাউন্ডে তাজিকিস্তানের কোসিমোভা সুমাইয়াকে পরাজিত করেন ২২ বছর বয়সী এই তরুণী।
ভারতীয় বক্সার কোয়ার্টার ফাইনালে জাপানের ওয়াদা মাদোকাকে হারিয়েছে। সেমিফাইনালে তার সবচেয়ে বড় জয় আসে যখন সে কাজাখস্তানের আলুয়া বেলকিবেকোভাকে ৫-২ ব্যবধানে পরাজিত করে। বেলকিবেকোভা দুইবারের এশিয়ান চ্যাম্পিয়ন।