।। প্রথম কলকাতা ।।
Dipa Karmakar: ইতিহাস সৃষ্টি করলেন দীপা কর্মকার। দেখিয়ে দিলেন মনের মধ্যে অদম্য জেদ থাকলে ছিনিয়ে আনা যায় সাফল্য। দেখালেন, সব প্রতিকূলতাকে জয় করে কিভাবে মাথায় তোলা যায় জয়ীর শিরোপা। দেখালেন, এভাবেও ফিরে আসা যায়। এশিয়ান সিনিয়র জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে মহিলাদের বিভাগে সোনা জিতলেন তিনি।প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এই প্রতিযোগিতায় নয়া কীর্তি স্থাপন করলেন দীপা। দীপার এই সাফল্যে গর্বিত বাঙালিরা, গর্বিত ভারত। দীপা দেখালেন, চোট আঘাত নির্বাসনের অন্ধকারের পথ পেরিয়েও ছিনিয়ে আনা যায় সাফল্য।
আপনারা তো জানেন, অলিম্পিক্সের দলে সুযোগ পাননি দীপা কর্মকার। কিন্তু অলিম্পিক্সের আগে জিমন্যাস্টিক্সে ইতিহাস গড়লেন তিনি। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন প্রথম ভারতীয় মহিলা হিসেবে। রবিবার তাসখন্তে জিমন্যাস্টিক্সের ভল্ট ফাইনালে সোনা জিতেছেন ৩০ বছরের দীপা। সেখানে ওড়ালেন জাতীয় পতাকা।
দীপা বোঝালেন, তিনি ফুরিয়ে যাননি এখনও। দেশকে আরও কিছু দেওয়ার বাকি আছে তাঁর। ২০১৬ সালের রিয়ো অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া করেছিলেন দীপা।ফাইনালে প্রোদুনোভা ভল্ট দিয়েছিলেন তিনি। অল্পের জন্য চতুর্থ হন দীপা। তার পর থেকে ক্রমাগত চোট ভুগিয়েছে তাঁকে। আর সে ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি দীপা। ২০১৬ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন দীপা। এর মাঝেই ডোপ টেস্টে দোষী প্রমাণিত হওয়ায় শাস্তি পেতে হয়েছিল দীপাকে। তাঁকে ২১ মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল। নির্বাসন কাটিয়ে গত বছর ফিরেছেন তিনি। এ বার এশীয় প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করলেন বাঙালি মেয়ে।
ফাইনালে দীপার গড় ১৩.৫৬৬। উত্তর কোরিয়ার দুই প্রতিযোগীকে হারিয়ে এই কীর্তি করেছেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছেন কিম সন হ্যাং। তাঁর গড় ১৩.৪৬৬। ব্রোঞ্জ জিতেছেন জো কিয়ং বিয়ল। তাঁর গড় ১২.৯৬৬। ফাইনালে টান টান লড়াইয়ের পরে শেষ হাসি হাসেন দীপা। ১৩.৫৬৬ গড় পয়েন্ট পেয়ে প্রথম স্থানে শেষ করেন ভারতীয় জিমন্যাস্ট। রুপো এবং ব্রোঞ্জ উভয় পদকই এসেছে উত্তর কোরিয়ার দখলে।
দীপা কর্মকার ১৯৯৩ সালে ত্রিপুরার আগরতলায় জন্মগ্রহণ করে। ৬ বছর বয়স থেকেই তিনি জিমন্যাস্টিকসের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। তখন থেকেই তাঁর কোচ হিসাবে প্রশিক্ষণ দিচ্ছেন বিশ্বেশ্বর নন্দী। ২০১১ সালে দীপা জাতীয় গেমসে ত্রিপুরার রাজ্যের প্রতিনিধিত্ব করেন। এই প্রতিযোগিতায় তাক লাগিয়ে দিয়েছিলেন দীপা। ফ্লোর, ভল্ট, অল রাউন্ড, ব্যালেন্স বিম ও আনইভেন বার্সা ইভেন্টে মোট পাঁচটি স্বর্ণ পদক জিতেছিলেন তিনি।
২০১৪ সালে দীপা কমনওয়েলথ গেমসে মহিলাদের ভল্ট ফাইনালে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসাবে দীপা এই জিতেছিলেন তিনি। ২০১৭ সালে ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পান তিনি। এবার এশিয়ান সিনিয়র জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে মহিলাদের বিভাগে সোনা জিতলেন তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম