।। প্রথম কলকাতা ।।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২৩ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান মজবুত করেছে ভারত। আটটি জয়ে ৯৯ পয়েন্ট নিয়ে, ভারতের পয়েন্ট শতাংশ ৫৮.৯৩। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৭৫.৭৫। অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে যাওয়া সম্ভব না হলেও, ভারতের কাছে দ্বিতীয় স্থান অর্জন করা এবং টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।
চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে চারটি টেস্ট ম্যাচ বাকি রয়েছে ভারতের। ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুর, দিল্লি, ধর্মশালা এবং আহমেদাবাদে টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারত যদি সিরিজ ৩-১ বা ৪-০ ব্যবধানে জিততে পারে, তাহলে অন্য ম্যাচের ফলাফলের দিকে না তাকিয়েই ফাইনালে পৌঁছাবে তারা। সেক্ষেত্রে ভারতের পয়েন্ট শতাংশ হবে ৬২.৫ (৩-১) অথবা ৬৮.০৬ (৪-০)।
আর যদি সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয় তবে ভারতের পয়েন্ট শতাংশ হবে ৫৬.৯৪ এবং সেখানে শ্রীলঙ্কার ফাইনালে ওঠার সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারাতে হবে শ্রীলঙ্কাকে। তাহলেই ভারতকে সরিয়ে টেবিলের দ্বিতীয় স্থান দখল করবে লঙ্কাবাহিনী।
অন্যদিকে ভারতকে দক্ষিণ আফ্রিকার থেকে এগিয়ে থাকতে হলে তাদের ন্যূনতম ১-০ ব্যবধানে সিরিজ জিততে হবে অথবা সিরিজটি ২-২ তে শেষ করতে হবে। তবে বর্ডার গাভাস্কার ট্রফি ১-১-এ শেষ হলে দক্ষিণ আফ্রিকার সামনে ভারতকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে। তবে এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে যাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজ জিততে হবে।