।। প্রথম কলকাতা ।।
Electric AC Double Decker Bus: বাংলাদেশের (Bangladesh) রাস্তায় ছুটবে ভারতের (India) বিশেষ বাস। যেখানে যাত্রীরা পাবেন একাধিক বিলাসবহুল সুবিধা। বাংলাদেশ ভারত থেকে কিনবে ১০০ টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস (Electric AC Double Decker Bus)। ইতিমধ্যেই সেই মতো প্রস্তুতি নিয়ে ফেলেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। রবিবার বাংলাদেশের সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ সরকার ইলেকট্রিক ভেহিকেল নীতিমালা প্রণয়নের কাজ করছে, যার লক্ষ্য ২০৩০ এর মধ্যে কার্বন নিঃসরণ কমানো। বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাক্ষাৎকারে ভারতের ঋণ সহায়তা চুক্তির আওতায় প্রায় ভারত থেকে প্রায় ৩০০টি ইলেকট্রিক ডাবল ডেকার এসি বাস কেনার কথা আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরের জন্য চলতি বছরে ১০০ টি বাস কিনবে।
ভারতের রাস্তায়ও খুব শীঘ্রই নামতে চলেছে ইলেকট্রিক বাসের পর ইলেকট্রিক এসি দোতলা বাস। কয়েক সপ্তাহ আগেই এই বাস উদ্বোধন করা হয়েছে। Ashok Leyland এর বৈদ্যুতিক শাখা সুইচ মোবিলিটি গত বছর ইলেকট্রিক বাস তৈরি করেছিল। সেই বাস চালু করার পরিকল্পনা করে মুম্বাই ট্রান্সপোর্ট অথরিটি। কিন্তু তা চালু হয়নি। অবশেষে সুইচ মোবিলিটি বেস্ট (BEST) এর হাতে ইলেকট্রিক দোতালা বাস তুলে দিয়েছে। এই ইলেকট্রিক বাসগুলির দাম প্রায় দুই কোটি টাকা। বহন করতে পারবেন ৯০ জন প্যাসেঞ্জার। আপাতত প্রথম ব্যাচে ছাড়া হবে দশটি ইলেকট্রিক বাস। তারপর ধীরে ধীরে সেই সংখ্যা বাড়বে। আশা করা হচ্ছে চলতি বছরে ভারতের রাস্তায় ডবল ডেকার এসি বাসের সংখ্যা প্রায় ২০০ ছুঁয়ে যাবে।
এই বাসে দুর্দান্ত সব ফিচার্স রয়েছে। সুরক্ষার জন্য থাকবে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে, এমার্জেন্সি বাটন, ডিজিটাল টিকিট, লাভ ট্র্যাকিং প্রভৃতি। আপাতত বেস্টের ঝুলিতে এই ধরনের বাস রয়েছে প্রায় ৩৩০০টি। যার মধ্যে সিঙ্গেল ডেকার ৪০০টি। এই বাস কার্বন নির্গমন কমাবে প্রায় ৪১ শতাংশ। এতে রয়েছে ২৩১ কিলোওয়াটের ব্যাটারি। একবার চার্জ দিলে ২৫০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে। ৪০ মিনিটের চার্জে এই বাস চলবে প্রায় ১০০ কিমি রাস্তা। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র ৮০ মিনিট।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম