।। প্রথম কলকাতা ।।
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা খেলা থেকে অবসর নেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছেন। সাম্প্রতিক একটি সাক্ষাত্কারে, ভারতীয় টেনিস সুন্দরী বলেছেন যে তিনি ফেব্রুয়ারি মাসে দুবাইতে আসন্ন WTA ১০০০ চ্যাম্পিয়নশিপে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ইতি টানার পরিকল্পনা করেছেন। উল্লেখযোগ্যভাবে, সানিয়া এর আগে ২০২২ মরসুম শেষের টেনিস কোর্টকে বিদায় জানাতে চেয়েছিলেন। কিন্তু পরে কুনুইয়ে চোটের কারণে তিনি তার সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন।
যদিও অবসরের আগে সানিয়া মির্জা চলতি মাসে অস্ট্রেলিয়ান ওপেনে কাজাখিস্তানের আনা দানিলিনার সঙ্গে জুটি বেঁধে কোর্টে নামবেন। গতবছর তিনি কনুইয়ের চোটের কারণে ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন। অস্ট্রেলিয়ান ওপেনই যে শেষ গ্র্যান্ড স্ল্যাম হতে চলেছে ৩৬ বছর বয়সী টেনিস তারকার। সানিয়া তার ক্যারিয়ারে দুটি অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপ জিতেছেন। একটি ২০০৯ সালে মহেশ ভূপতির সঙ্গে মিক্স ডাবলসে এবং অন্যটি ২০১৬ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে মহিলাদের ডাবলসে।
wtatennis.com-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানিয়া মির্জা বলেন, “গত বছর WTA ফাইনালের পরই আমি অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু ডান কনুইয়ের চোটের কারণে ইউএস ওপেন ও বাকি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে হয়।”
তিনি আরও বলেন, “সত্যি বলতে, আমি যে ব্যক্তি, আমি আমার নিজের শর্তে কাজ করতে পছন্দ করি। তাই চোটের কারণে আমি বাইরে যেতে চাই না। তাই আমি প্রশিক্ষণ নিচ্ছি। তাই দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের পরেই অবসরের পরিকল্পনা করেছি।”