।। প্রথম কলকাতা ।।
একদিনের সিরিজে বাংলাদেশের কাছে হারের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল ভারত। প্রথম টেস্টে ১৮৮ রানের বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টেস্টে তিন উইকেটে জয় ছিনিয়ে নিল পন্থ-অশ্বিনরা। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দৌড়ে কিছুটা এগিয়ে গেল ভারত। দ্বিতীয় তথা শেষ টেস্টে তৃতীয় ও চতুর্থ দিনের সকালে জয়ের সম্ভাবনা তৈরি করলেও নাগাল পেল না বাংলাদেশ। ভারতের শেষ ইনিংসে ৭৪ রানে ৭ উইকেট পরে যাওয়ার পর শ্রেয়স আইয়ার (২৯) ও রবিচন্দ্রন অশ্বিনের (৪২) ধীরস্থির ব্যাটিং ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ম্যাচ সেরা নির্বাচিত হন রবিচন্দ্রন অশ্বিন এবং সিরিজ সেরা হন চেতেশ্বর পূজারা।
মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ভারতীয় বোলারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ২২৭ রানেই শেষ হয়ে যায় টাইগারদের ইনিংস। মমিনুল হক (৮৪) ছাড়া আর কোন বাংলাদেশ ব্যাটারই দাঁড়াতে পারেননি। ভারতের হয়ে উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন ৪টি করে উইকেট দখল করেন। দুটি উইকেট পান জয়দেব উনাদকাট।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের মতো একই পরিস্থিতিতে পড়তে হয় ভারতকে। সাকিব-আল-হাসান ও তাইজুল ইসলামদের বোলিং আক্রমণে ধসে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। টপ অর্ডারের চার ব্যাটার পরপর আউট হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে ভারতীয় শিবির। সেই জায়গা থেকে দলকে টেনে তোলেন শ্রেয়স আইয়ার (৮৭) ও ঋসভ পন্থ (৯৩)। তাদের ব্যাটিং দৌলতেই ৩০০-রানের গন্ডি পেড়ায় ভারত। যদিও ৩১৪ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। বাংলাদেশের সাকিব-আল-হাসান ও তাইজুল ইসলাম ৪টি করে উইকেট দখল করেন।
ভারতের দেওয়া ৮৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টাইগাররা। জাকির হাসান (৫১) ও লিটন দাস (৭৩) ছাড়া ভারতের বোলারদের সামনে সেইভাবে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। শেষ দিকে নুরুল হাসান (৩১) ও তাসকিন আহমেদ (৩১) কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও সফল হননি। ২৩১ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। অক্ষর প্যাটেল তিনটি এবং মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন দুটি করে উইকেট দখল করেন।
মাত্র ১৪৪ রানের লিড দিয়েও জয়ের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসানের ঘূর্ণিতে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৪৫ রানে মাঠ ছাড়ে রাহুলব্রিগেড। ক্রিজে ছিলেন অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকাট। চতুর্থ দিনের সকালে ফের আঘাত হানেন মেহেদী হাসান। ৭৪ রানে ৭ উইকেট হারায় ভারত। এই পরিস্থিতিতে যখন সবাই একপ্রকার ধরেই নিয়েছিলেন বাংলাদেশের জয় নিশ্চিত। সেই সময় জুটি বাঁধেন শ্রেয়স আইয়ার (২৯) ও রবিচন্দ্রন অশ্বিন (৪২)। তাদের ধীরস্থির ব্যাটিংয়ের উপর ভর করেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তিন উইকেটে জয় ছিনিয়ে নেয় রাহুলব্রিগেড।